রাউজান মহামুনী এংলো পালি স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ

64

রাউজানের ঐতিহ্যবাহি শিক্ষা নিকেতন মহামুনী এংলো-পালি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা, নবীন বরণ, বার্ষিক পুরস্কার বিতরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান গত শনিবার বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে উদ্বোধক ছিলেন সরজিত বড়ুয়া রুরু। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকার প্রধান শিক্ষিকা নাসরিন আকতার। বিদ্যালয়ের শিক্ষক প্রদীপ ভট্টচার্য্যরে পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী ইউপি চেয়ারম্যান মো. রোকন উদ্দিন, হাজী আহমদ বশর, কোয়েপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দত্ত, আলোচক ছিলেন মহামুনি মন্দির উন্নয়ন ও সংরক্ষন কমিটির প্রশাসক অনুপম বড়ুয়া বাবুল, বিদ্যালয়ের শিক্ষক চিন্ময় বড়ুয়া, মিতাপ্রভা বড়ুয়া, মৌলানা আবদুস ছবুর, অরুপ দাশ, শেখর ঘোষ, শিভাশীষ রায়, পান্না চৌধুরী ও শামুরিকা পাল।