রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনে অভিভাবক সমাবেশ

18

রাউজান প্রতিনিধি

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষার মান উন্নয়নে সম্ভাব্য সবকিছু করছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষিত জাতি গঠনের বিকল্প নেই। এ লক্ষ্যে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে রাউজান পৌরসভাও শিক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।
ইতোমধ্য বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন ও চলমান রয়েছে। কারণ আমরাও চাই এ পৌরসভাটি যেমন প্রথম শ্রেণীর পৌরসভা, তেমনি সকল কিছুতেই প্রথম থাকে যেন, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এজন্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন হতে হবে। তিনি গত সোমবার দুপুরে রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিদ্যায়তনের প্রধান শিক্ষক বিষু কুমার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কনকন চৌধুরী, মিঠু চৌধুরী। বক্তব্য রাখেন শিক্ষক তৃষ্ণা দাশ, অরুন কুমার বৈদ্য, পীযুষ কান্তি পাল, কৃষ্ণপদ রুদ্রপাল, বুলবুল রানী সিংহ, লাভলী বড়ুয়া, সোমা মজুমদার, আনছারুল আলম, সুজন বড়ুয়া, মো.আল মামুন, রূপা ঘোষ, সৈকত বিশ্বাস, বিজন রুদ্র পাল।