রাউজান বেণুবন বিহারে ৯ম ধুতাঙ্গ বর্ষপূরণ

471

রাউজান উত্তর ডাবুয়া বেণুবন বিহার প্রাঙ্গনে দুইদিনব্যাপী ৯ম ধুতাঙ্গ বর্ষপূরণ, একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠান গত ১৯ ও ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথমদিন সন্ধ্যা ৬টায় পূজনীয় ধুতাঙ্গ ভান্তে শরনংকর থের শুভাগমন ঘটে, ২য় দিন সকাল ৯টায় পূজনীয় ধুতাঙ্গ ভান্তে সহ স্বশিষ্য পিন্ডাচরণ, সকাল ১০টায় প্রাজ্ঞ ভিক্ষু সংঘের উপস্থিতিতে অষ্টপরিস্কারসহ মহাসংঘদান, দুপুর ১২টায় পূজনীয় ধুতাঙ্গ ভান্তে মহোদয়ের একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠান। শুক্রবার দুপুরে আলোচনায় অংশ নেন অনুষ্টানের মধ্যমনি ভদন্ত শরণংকর থের। তিনি তার দীর্ঘ বক্তব্য বলেন ধর্ম মানে শান্তি, ধর্ম মানে মানবতা, কোন ধর্মে মারপিট হানাহানি নেই। তাই বৌদ্ধ ধর্মের নারী পুরুষরা শান্ত শীল। তিনি আরো বলেন মানুষ মানে মানবতা। মানবতার জন্য শ্রদ্ধাশীল হতে হবে,মানুষকে ভালবাসা মানেই ধর্ম। ত্রিপিটক বিশারদ ভদন্ত প্রিয়াদর্শীর মহাস্তিরের সভাপতিত্তে উদ্বোধনী বক্তব্য রাখেন জ্যোতি শাক্য থের। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিশ্বজিত বড়ুয়া।
অনুষ্ঠান উদ্যাপন পরিষদের সদস্য অর্জন বড়ুয়া, পিয়াল বড়ুয়া, সুমিত বড়ুয়ার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন লায়ন রুপন বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন আইডিয়াল ডেপলাপমেন্ট সোসাইটির চেয়ারম্যান স্বপন লাল চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন স্বপন বড়ুয়া চৌধুরী, গুঞ্জন বড়ুয়া, উপাসিকা কেমী বড়ুয়া। দুইদিন ব্যাপি অনুষ্ঠানে রাউজান সহ আশপাশের হাজার হাজার বৌদ্ধ নারী পুরুষ যোগদান করেন। অন্ষ্ঠুানের অদূরে বসে বাৎসরিক মেলা।