রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডে ত্রাণ বিতরণ

77

সামাজিক দূরত্ব বজায় রেখে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডে দু’ধাপে করোনাভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া ২০০০ কর্মহীন দরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এতে টেলিকনফারেন্সে উদ্বোধন করেন রাউজানের সংসদ ও রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। এ উপলক্ষে গত ২৩ মে বিকেলে রাউজান রাবার বাগান স্টুডেন্ট এই ত্রাণ বিতরণ কর্মসূচি দ্বিতীয় পর্ব সম্পন্ন হয়। এর আগে গত ৫ এপ্রিল প্রথম বার এই ত্রাণ বিতরণ করা হয়। উপজেলা যুবলীগের সভাপতি পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্তে পধান অতিতি চিলেন রাওজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, রাউজান পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফের পরিচালনায় রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরসেদ। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইরফান উদ্দিন চৌধুরী, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী। রাউজান পৌরসভার মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি যুবলীগ নেতা মোহাম্মদ সেলিম। সেন্ট্রাল বয়েজের সভাপতি সাইদুল ইসলাম ইমতিয়াজ জামাল নকিব সহ আরো অনেকেই।