রাউজান পৌরসভার মুন্সিরঘাটায় ত্রাণ বিতরণ

40

রাউজান পৌরসভার মুন্সিরঘাটা এলাকার জামাল কলোনীতে ভয়াবহ অগ্নিকাÐের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষ থেকে টিন, খাদ্য, শাড়ি, লুঙ্গি ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত রবিবার এসব ত্রাণ ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারের হাতে তুলে দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমদ ও রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আহসান হাবিব চৌধুরী হাসান, পল্লী বিদ্যুৎ সমিতি-২’র পরিচালক তসলিম উদ্দিন, আবু ছালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, আরমান সিকদার প্রমুখ।

বোয়ালখালীতে পূর্বাশার আলোর পুরস্কার বিতরণ

বোয়ালখালীতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পূর্বাশার আলো কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ গত ১১ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সৈয়দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পুরস্কার এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান শিক্ষক সৈয়দ মো. জামানুল ইসলাম শিমুল। মো. মনজুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোদ্দাচ্ছের। মো. ছায়েমের পরিচালনায় এতে বিশেষ ছিলেন আবদুল্লাহ আল জাবের, অরুণ বটন বড়ুয়া ও মাওলানা আছিফুল হক। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

পটিয়ায় মালঞ্চের
৪০ বছর পূর্তি
উৎসব ১ মে

আগামী ১ মে পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি উৎসব। এদিন পটিয়া মুন্সেফ বাজার সংলগ্ন কর্ণফুলী কমিউনিটি সেন্টারে দিনব্যাপি নানা আয়োজনে বর্নাঢ্য এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে থাকবে সকাল ৯টায় মালঞ্চ ফ্যামিলি ডে, বইমেলা ও বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন। মালঞ্চের নিবন্ধিত সদস্যদের পরিবারের সদ্যদের অংশ গ্রহনে আনন্দ মূলক প্রতিযোগিতাসহ নানা আয়োজন।
বিকাল ৩টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, লেখকদের স্বরচিত কবিতা পাঠ, গুনজন সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণ, মালঞ্চ প্রকাশনার মোড়ক উম্মোচন এবং সমাপনি সাংস্কৃতিক পরিবেশনা। এসব আয়োজনে অংশ নিতে মালঞ্চ বন্ধু সংগঠক, আগ্রহী লেখক শিল্পী সাহিত্যিক সকলকে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করতে যোগাযোগ আবদুর রহমান রুবেল ০১৮৪০০২৪১৮৫ ডা. পিন্টু দে, আদালত সড়ক, পটিয়া ০১৭১৪৮০৬২৩২ এড. খুরশীদ আলম ০১৮২৭৭০৮৫৯৩ এবং আরিফ রায়হান ০১৮১৯৮২২১২৮, শৈলী প্রকাশন হোটেল লুসাই ভবন চেরাগী পাহাড়, চট্টগ্রাম। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা মালঞ্চ সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্রের সভাপতিত্বে ১০ এপ্রিল পটিয়া আইন কলেজ হলে অনুষ্ঠিত হয়। সভায় উৎসবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, পুঁথি গবেষক মুহাম্মদ ইসহাক চৌধুরী, এড. খুরশীদ আলম, কবি জামাল আহমদ, গিয়াস উদ্দিন সেলিম, ডা. পিন্টু কুমার দে, সোহেল পারভেজ সুমন, সাজেদুল করিম রুদ্র, জি এম রিপন। বিজ্ঞপ্তি