রাউজান দক্ষিণ হিংগলা তৈয়্যবীয়া স্মৃতি সংসদের সুন্নী সম্মেলন

80

রাউজান দক্ষিন হিংগলা তৈয়্যবীয়া জামে মসজিদ ময়দানে রাউজানের ঐতিহ্যবাহী সংগঠন রাউজান দক্ষিন হিংগলা তৈয়্যবীয়া স্মৃতি সংসদের ব্যবস্থপনায় এবং স্থানীয় গাউসিয়া কমিটি বাংলাদেশ এর সহযোগিতায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ১৯তম সুন্নী সম্মলন, সংগঠনের নব নির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্টান, অসহায় মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও এলাকার বিশিষ্ট মুক্তিযোদ্ধা ছালেহ আহাম্মদকে মুক্তিযোদ্ধা সম্মননা স্মারক প্রদান অনুষ্ঠান গত শুক্রবার দিনবাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়।
কাউখালী ডাক বাংলো জামে মসজিদের খতিব আবু মুছা সিদ্দিকী এতে সভাপতিত্ব করেন। মোহাম্মদ আশরাফুজ্জমান তুষার ও সাধারণ সম্পাদক মাকসুদুল আলম সুমন এর যৌথ সঞ্চলনায় সুন্নী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র বিশিষ্ট সমাজ সেবক মুহাম্মদ জমির উদ্দিন পারভেজ। প্রধান বক্তা ছিলেন আনজুমানে রজভীয়া নূরীয়া ট্রাষ্ট এর চেয়ারম্যান হযরতুলহাজ আল্লামা আবুল কাশেম নূরী (মা.জি.আ)। সুন্নী সম্মেলনে বিষয় ভিত্তিক তকরীর পেশ করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ঢাকা কাদেরীয়া তৈয়্যবীয়া আলিয়া মাদরাসার মুহাদ্দিছ হযতুলহাজ আল্লামা মুফতি মো. জসিম উদ্দিন আল আজহারী। বিশিষ্ট আলেমেদ্বীন হযরতুলহাজ¦ আল্লামা সেকান্দও হোসাইন আলকাদেরী, হযরতুল আল্লামা আবু তৈয়ব আনছারী, শায়ের মাওলানা ছালামত রেজা ক্বাদেরী, মাওলানা নুরুল মোত্তাকীন। বিশেষ অতিথির ব্যক্তব্য রাখেন ২নং ডাবুয়া ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান মো. আবদুর রহমান চৌধুরী, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ আহসান হাবীব চৌধুরী (হাসান), তরুণ সমাজ সেবক আলহাজ সাইফুদ্দিন চৌধুরী (সাবু)। এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা আবদুর রহিম, সোলায়মান মেম্বার, আবুল বশর কোম্পানী, সাহেদ আলী, নুরুল কবির, আজাদ ইকবাল মিটু, ওমর ফারুক সুজন, মো. ছাবের হোসেন, মাওলানা জয়নাল আবেদীন জামাল, আলহাজ মালেক সিদ্দিকী, আ.স.ম. রফিকুল ইসলাম রেজভী, মাওলানা সামশুল আলম নূরী, মাওলানা এম.এ. মতিন, মাওলানা জসিম উদ্দিন, এ্যাডভোকেট শাহেদ উল্লাহ জনি, শায়ের মাছুমুর রশিদ ক্বাদেরী, আলহাজ নুরুল আমিন সওদাগর, মাওলানা আবদুল আজিজ, মাওলানা শওকত হোসাইন, শায়ের এহসান কাদের, আলহাজ নাহিম উদ্দিন খোকন।
অত্র সংগঠনের কর্মকর্তা নঈম উদ্দিন, নাছির উদ্দিন, মিজানুর রহমান, মোরশেদ সিকদার, রিজোয়ান চৌধুরী, সাহাব উদ্দিন (রনি), সাইফ আহাম্মেদ, নেজাম উদ্দিন, হাফেজ জমির উদ্দিন, হাফেজ নুর নবী,এ,আর, রাশেদ উদ্দিন, ফরহাদ, রাহাদ, সুলতানুল আলম, রিয়াদ, শওকত হোসেন, শাহজাহান সাকিব, সিহাব, জাবের, রাকিব প্রমুখ। পরিশেষে মিলাদ কিয়াম ও দেশ ও জাতির কল্যান কামনা করে আখেরী মুনাজাতের মাধ্যমে সুন্নী সম্মেলন সমপ্তি ঘোষনা করা হয়।