রাউজান ছালামত উল্লাহ ও পূর্বগুজরা হাইস্কুলে পুরস্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান

129

 

রাউজানের ঐতিহ্যবাহি শিক্ষা নিকেতন রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে গতকাল অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ এবং পিকনিক অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী মো.আবদুল ওয়াব। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী রানার সভাপতিত্ব সংবর্ধিতরা হচ্ছেন সহকারি কমিশনার জোনায়েদ কবির সোহাগ, সিনিয়র শিক্ষক রাখাল চন্দ্র দে, সুবোধ চক্রবর্ত্তী ও মো.সোলায়মান।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অরুন বিজয় দাশের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শামীম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার বণিক। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, বিদ্যালয় পরিচালনা পরিচালনা পরিষদের সদস্য রাউজান উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহাজান, শরীফ পাড়া স্কুলের সভাপতি আহসান হাবিব চৌধুরী হাসান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য তসলিম উদ্দিন, মো. বাবর, রাউজান ছাত্রকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক তপন দে প্রমুখ। পরে শিক্ষার্থীদের পিকনিক অনুষ্ঠান ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পূর্বগুজরা হাইস্কুল : রাউজানের পূর্ব গুজরা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণ, বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পূর্ব গুজরা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আজিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা শুভ্রা বড়ুয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক রমজান আলী, মাওলানা আবদুল আজিজ, আ.লীগ নেতা মোহাম্মদ হেসেন মাহমুদ, মাওলানা তাজুল ইসলাম, শিক্ষক জাকির হোসেন, সাংবাদিক তৈয়ব চৌধুরী, সাংবাদিক রমজান আলী, প্রবীন শিক্ষক নুরুল আমিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সিরাজুল হক, মাহাববুল আলম, মোহাম্মদ আলী মাহাবু, শিক্ষক স্বপন কান্তি দে, অসিত বরণ ধর প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় বড়ঠাকুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ ৫ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।