রাউজান কদলপুর দরবার শরীফে মহাসমারোহ কাল

45

কুতুবুল আকতাব, সোলতানুল আউলিয়া হযরত সৈয়দ আশরাফ শাহ বলখী (র.) ও হযরত সৈয়দ আবু শাহ (রহ’র বার্ষিক ২১৩তম ওরশ আগামিকাল শুক্রবার রাউজানের কদলপুর শাহী দরবার শরীফে দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আজকারসহ নানা কর্মসূচি গ্রহন করেছেন আশেকানে আশরাফ শাহ্ খেদমত কমিটির ব্যবস্থাপনায় মহাসমারোহে খতমে গাউসিয়া, মিলাদ মাহফিল, জিকির আজকারসহ নানা কর্মসূচি গ্রহন করেছেন।
এতে সকলের উপস্থিতি কামনা করছেন আওলাদে পাক মুহাম্মদ ফরিদুল আলম শাহ আশরাফী, দরবারের মুহাম্মদ নাহিদ শাহ্ আশরাফী, শাহেদুল আলম শাহ্ শাহজাদা জাহিদুল আলম শাহ্, শাহাজাদা রাহেদুল আলম শাহ্, শাহাজাদা ওয়াহিদুল আলম শাহ্ সাজ্জাদ।

রাঙ্গুনিয়ায় কৃষি প্রর্দশনীর
মাঠ পরিদর্শন

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পৌরসভার ঘাটচেক এলাকায় উচ্চ মুল্যে ফসল উৎপাদন ও নিরাপদ সবজি উৎপাদন প্রযুক্তি ( এনএটিপি – ২) এর কৃষি প্রর্দশনীর মাঠ পরিদর্শন করেন গত ১৭ ফেব্রুয়ারি উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার।
এসব প্রর্দশনীর কারণে নানা চাষাবাদে ভাল ফলন পাচ্ছে বলে জানালেন কৃষক জাহিদুল হক। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম চৌধুরী।