রাউজান উপজেলা চেয়ারম্যান বাবুল ও তার পরিবারের সদস্যরা করোনামুক্ত

58

রাউজান উপজেলা চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল ও তার পরিবারের সদস্যরা করোনাভাইরাসমুক্ত হয়েছেন। রবিবার রাতে পরবর্তী পরীক্ষায় স্বপরিবারে করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। উপজেলা চেয়ারম্যান বাবুল নিজেই ফোন করে এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্তের পর প্রায় একমাস যাবত চট্টগ্রাম শহরের বাসায় অবস্থানের পর করোনামুক্ত হলেন এই উপজেলা চেয়ারম্যান ও তার পরিবার।
১৯ মে বাবুল আক্রান্ত হওয়ার পর ২৩ মে তার পরিবারের আরও ৫ জন করোনা আক্রান্ত হন। তাদের মধ্যে ছিল বাবুলের স্ত্রী, বড় মেয়ে ও তিন গৃহকর্মী। করোনা পজেটিভ আসার পর থেকে আইসোলেশনে থেকে চট্টগ্রাম নগরীস্থ বাসায় চিকিৎসা নিয়েছিলেন উপজেলা চেয়ারম্যান বাবুল ও তার পরিবারের সদস্যরা। এদিকে উপজেলা চেয়ারম্যানের সহকারী এস.এম বাবর ও ভাতিজা মহিউদ্দিন সুলতান মুফতি বলেন আল্লাহর রহমতে সকলের দোয়ায় উপজেলা চেয়ারম্যান বাবুল ও তার পরিবারের সকলে করোনাকে জয় করেছেন। রবিবার রাতে তাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।