রাউজান উত্তর সর্তা খানাক্বায় তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স

94

আল্লামা সিরিকোটি (র.) ও আল্লামা তৈয়্যব শাহ্ (র.) সুন্নীয়তের কিংবদন্তি মহাপুরুষ। তাদের ত্যাগ রবে চিরস্মরণীয়। হুজুর কেবলাদ্বয় বাংলার বুকে সুন্নীয়তের শক্তিশালী ভিত্তি স্থাপনের লক্ষ্যে, ঈমান ও আকিদা মজবুত রাখার স্বার্থে বপন করেছেন আনজুমান এবং জামেয়াকে। যার সুঘ্রাণে সুভাষিত হচ্ছে চট্টগ্রাম-ঢাকাসহ দেশের প্রত্যন্ত এলাকা। গত শুক্রবার সারদিনব্যাপি সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (র.) ও সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)’র পবিত্র সালানা ওরস মোবারক প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন আঞ্জুমানে-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মুহাম্মদ মহসিন। খানক্বায়ে কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া ও ওমদা মিয়া নুরাণী কমপ্লেক্স ময়দানে পীরে তরিকত আল্লামা সৈয়্যদ মছিহুদ্দৌলার সভাপতিত্বে, মাওলনা মহিউদ্দীন ও ইব্রাহীম তসলিমের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন ঢাকা কাদেরিয়া তৈয়্যবীয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা আবুল কাশেম ফজলুল হক। প্রধান ওয়ায়েজ ছিলেন চট্টগ্রাম সোবাহানীয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী। বিশেষ অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়ার মুফাস্সির আল্লামা সোলাইমান আনছারী ও গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব এড. মোসাহেব উদ্দীন বখতিয়ার।
বিশেষ বক্তা ছিলেন উত্তর সর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা হাসান মুরাদ আল কাদেরী। উদ্বোধক ছিলেন আলহাজ দৌলত আহমেদ। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ হাবিবুর রহমান, সাইদুল আলম খাকী, মাস্টার মো. হোসাইন, এসএম বাবর, মাহবুল আলম, আলহাজ আহমদ হোসেন, আলী আকবর তৈয়বি, হোসেন, হাফেজ আনোয়ার, আহমদ উল্লাহ, প্রভাষক মুহাম্মদ আলী, মুহাম্মদ মুছা, মুহাম্মদ ইয়াকুব, আব্দুল মান্নান, মো. ফারহান, সভাপতি মাস্টার ওসমান গণী, সাধারণ সম্পাদক মাস্টার রফিকুল আলম, জাফর আলম, রহমান, কুদ্দুস, সাহেদ, ওসমান, মহিউদ্দিন, জাফর আলম মুন্সি, ইলিয়াছ তাহেরি, শামসুল আলম, মাওলানা মোরশেদ, মিন্টু, হাসান রেজা, মাসুদ পারভেজ, নাছির, সাইফুল, ফারহান, আকবর, হাসেম, জিয়াউল হায়দার প্রমুখ। রাউজান প্রতিনিধি