রাউজান আবুরখীলে কবি বিশ্বনাথ বড়ুয়ার স্মরণ সভা

20

গত ২৮ ডিসেম্বর শনিবার রাউজান উপজেলার আবুরখীল নন্দন কাননে ১৭তম সংঘনায়ক ১২নং উরকিরচর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব প্রয়াত কবি বিশ্বনাথ বড়ুয়ার স্মরণসভা উপলক্ষে সংঘদান ও স্মৃতি চারন সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মজ্যোতি রতশ্রী মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলী মহামুনি মহামন্দিরের অধ্যক্ষ রাজগুরু অভয়ানন্দ মহাথের। সাংস্কৃতিক ব্যক্তিত্ব অলকেশ বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক রতন বড়ুয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার আইন বিষয়ক সম্পাদক সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘানন্দ থের। প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার প্রচার ও প্রকাশনা সম্পাদক ভদন্ত ধর্মপ্রিয় থের। পঞ্চশীল প্রার্থনা করেন রবীন্দ্র বড়ুয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ধর্মীয় সম্পাদক ভদন্ত অরুনানন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থসচিব ধর্মদুত ভদন্ত সোবিতানন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক ভদন্ত পরমানন্দ মহাথের। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. বিকিরন প্রসাদ বড়ুয়া। বক্তব্য রাখেন ১২নং উরকিরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আবুরখীল অমিতাভ উচ্চবিদ্যলয়ের পরিচালনা পরিষদের সভাপতি বাবু দুলাল কান্তি বড়ুয়া দুলু, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী পরিতোষ কুমার বড়–য়া, সাধারন সম্পাদক অঞ্চল কুমার তালুকদার, ত্রিদিপ কুমার বড়ুয়া তপু, পুষ্পেন বড়–য়া কাজল, অধ্যাপক রুপেন বড়ুয়া বাবলা, ব্যাংক কর্মকর্তা অনুপ কুমার মুৎসুদ্দি প্রমুখ। বিজ্ঞপ্তি