রাউজানে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) এর বার্ষিক ওরশ

236

ফাতেহায়ে ইয়াজতাহুম ও বিশ্বঅলি জিয়াউল মাইজভান্ডারী স্মরণে দোয়া ও ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল ও মহান ১০ পৌষ বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) এর বার্ষিক ওরশ গত ১২ ডিসেম্বর মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন শাখার ব্যাবস্থাপনায় ও সিনিয়র সদস্য মোহাম্মদ মহসীন এর সহযোগীতায় অনুষ্ঠিত হয়। এউপজেলার নোয়াপাড়া ইউনিয়নের দক্ষিণ নোয়াপাড়া গ্রামের হযরত হাফেজ মোবারক আলী (রহ.) প্রকাশ বড় হাফেজের বাড়িতে সংগঠনের উপদেষ্টা এম এ কাইয়ুম সুজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ এর সঞ্চালনায় মাহফলে প্রধান বক্তা ছিলেন শানে গাউছুল আজম মাইজভান্ডারী ফোরামের অর্থ সম্পাদক শাহজাদা মাওলানা সৈয়দ আবদুল্লাহ আল নোমান শাহ মাইজভান্ডারী (ম.জি.আ)। বিশেষ বক্তা ছিলেন হযরত মোবারক আলী (রহ.) জামে মসজিদের খতীব মাওলানা মিজানুর রহমান, সমাজসেবক নুর আহম্মদ মাইজভান্ডারী, সাবেক খতীব মাওলানা মোহাম্মদ ছাদেক, মাওলানা আমির হোসেন, মাওলানা মোহাম্মদ আলমগীর প্রমুখ। মাহফিলে অতিথি ছিলেন বোয়ালখালীর কধুরখীলসহ খাজা ইদ্রিছ ভান্ডার দরবার শরীফের নায়েেেব মোন্তাজেম খাজা মোহাম্মদ নুরুল করিম মাইজভান্ডারী, নায়েবে মোন্তাজেম খাজা মোহাম্মদ নুরুল হাসনাইন মাইজভান্ডারী, সৈয়দ মোহাম্মদ আরিফ মাইজভান্ডারী, হাজী মোহাম্মদ আবদুল ওহাব, সমাজসেবক মোহাম্মদ মোবারক আলী, সংগঠনের সভাপতি মোহাম্মদ খসরুল আমিন চৌধুরী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মফিজ উদ্দিন, মোহাম্মদ মহসীন, কাগতিয়া শাখার সভাপতি মোহাম্মদ তানভীর আকবর চৌধুরী, তবলা বাদক মোহাম্মদ মনসুর, মোহাম্মদ সাগর, শায়ের মোহাম্মদ ইয়াছিন, নুরুল আবছার, মোহাম্মদ ছাবের, এয়ার মোহাম্মদ, লোকমান হোসেন, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ আজিম, মোহাম্মদ আবুল কালাম, আবদুল্লাহ মোহাম্দ তামিম, মোহাম্মদ শাহজাহান টিটু প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন, আল্লাহর অলী, পীর, মুর্শিদের দরবারে আদব, ভক্তি নিয়ে নিজেকে ছোট মনে করে যেতে হবে। বড়পীর গাউছুল আজম হযরত সৈয়দ আবদুল কাদের জিলানী (রহ.), হযরত খাজা মহিউদ্দিন চিশতি আজমীরী (রহ.) ও গাউছুল আজম হযরত মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ (ক) মাইজভান্ডারী বিশ্বজুড়ে সকলকে দ্বীন-ধর্ম ও সঠিক ত্বরীকতের সুশিক্ষা-দীক্ষা দান করে, বিপদগামীতা ও পথভ্রস্টতা থেকে রক্ষা করে দু’জাহানের মুক্তির পথে নিয়ে গেছেন।