রাউজানে হযরত শেখ আনছার আলী শাহের ওরশ অনুষ্ঠিত

4

রাউজান প্রতিনিধি

আওলিয়ায়ে কামেলের পথ অনুসরনের মাধ্যমে মহান আল্লাহর সান্নিধ্য পাওয়া যায়। আর এতেই আল্লাহ রাসুল পাওয়া সম্ভব। আর সেই রখম অলিয়ে কামেল ও এলাকার আলোকবর্তিকা হিসেবে কাজ করছেন যুগশ্রেষ্ঠ অলিয়ে কামেল হযরত শেখ আনছার আলী শাহ (রহ.)। উপজেলার পূর্ব গুজরা বড়ঠাকুর পাড়ার দরবারে আনছারিয়া ময়দানে হযরত মৌলানা শেখ আনছার আলী শাহ (রা.)’র দুইদিনব্যাপী বার্ষিক ৮০তম ওরশ মাহফিলের ১৯ জানুয়ারি সমাপনী দিনে বক্তারা এ কথা বলেন। ওরশ পরিচালনা কমিটির সভাপতি শাহাজাদা এডভোকেট এম.আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ। প্রধান অতিথি ছিলেন পূর্ব গুজরা মোহাম্মদীয়া মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ মো.আবু মোস্তাক আলকাদেরী। প্রধান আলোচক ছিলেন পূর্ব গুজরা মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা হারুরুনুর রশিদ আশরাফি। দুইদিনব্যাপী মাহফিলে তকরির করেন বদুমুন্সিপাড়া মুনিরীয়া দারুচ্ছুন্নাহ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন, মাওলানা মো.মাহাবু, মাওলানা ইলিয়াছ হোসাইন নূরী, মাওলানা আশেকুর রহমান আলকাদেরী, মাওলনা আলাউদ্দীন, মাওলানা হাফেজ হাসান ইমাম, মাওলানা জমির উদ্দিন, মাওলানা আবদুল কাদের, মাওলানা মোহাম্মদ ওয়াহিদ, মাওলানা অলিয়র রহমান, মাওলানা মোশারফ হোসেন আলকাদেরী। দুই দিনব্যাপী হুজুরের ওরশ বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, খতমে গাউছিয়া, জিকির আছকার, পুষ্পস্তবক অর্পণ, রাতব্যাপী মিলাদ মাহফিল ও বাদে ফজর তবরুক বিতরণসহ নানা কর্মসূচি।
এদিকে গাউসিয়া কমিটির পক্ষ থেকে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদনকালে হযরত মাওলানা শেখ আনসার আলী শাহ ইউনিট শাখার নেতৃবৃন্দ, প্রতিবছরের ন্যায় বড়ঠাকুর পাড়া বার আউলিয়া ওরশ পরিচালনা কমিটির পক্ষ থেকে ইমাম ফকির, আমানত আলীর বাড়ির পক্ষে পারভীন আকতার, মুহাম্মদ হাসে আহমেদ ও তোফায়েল আহমেদ, হযরত মাওলানা শেখ আনসার আলী শাহ স্মৃতি সংসদ, বড়ঠাকুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। উল্লেখ্য ওরশে বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ধর্মপ্রাণ সুন্নি জনতার সমাগম ঘটে ও দেশ এবং মুসলিম সমাপ্তি ঘটে।