রাউজানে হযরত ছৈয়দ চাঁদ শাহ এর বার্ষিক ওরশ ১৩ ফেব্রূয়ারি

12

 

ভারতীয় উপমহাদেশের আধ্যাত্মিক জগতের প্রান পুরুষ রাহনুমায়ে শরীয়ত, মারফত, হাযত রাওয়া মুশিকিলে কোশা হযরতুল আল্লামা ছৈয়্যদ চাঁদ শাহ (রহ.)’র ১৩ ফেব্রূয়ারি ১৯২তম বার্ষিক ওরশ মোবারক আগামী ১৩ ফেব্রূয়ারি শনিবার রাউজানের কদলপুরস্থ দরবার শরীফে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কেন্দ্রীয় ওরশ পরিচালনা কমিটির এক সভা চাদঁ শাহ মঞ্জিলে শনিবার অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মোহাম্মদ শফির সভাপতিত্বে বক্তব্য রাখেন দরবারের বড় শাহাজাদা ও কেন্দ্রীয় ওরশ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাহাজাদা মোহাম্মদ দিদারুল আলম (মা.জি.আ), আশেকানে মোক্তার শাহ খেদমত কমিটির সাজ্জাদানশীল দরবারের সভাপতি হযরত শাহ সুফী মোক্তার শাহ (মা.জি.আ), ছোট শাহাজাদা ও আশেকানে মোক্তার শাহ খেদমত কমিটির মহাসচিব শাহাজাদা ছৈয়দ মোকছুদুল আলম শাহ (মা.জি.আ), কেন্দ্রীয় ওরশ পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাশেম চৌধুরী, ছৈয়দ মাওলানা মফিজুল হক আলকাদেরী, এস.এম আবদুল মতিন, এস.এম হাসেম, রশিদ আহমেদ, এস.এম সিরাজুল ইসলাম হিরন, আব্দুস ছোবহান, আবু তাহের চৌধুরী, ফজলুল হালিম নূরী, মুহাম্মদ ইউনুছ, এসএম আবুল হোসেন, খোকন মেম্বার, মোহাম্মদ জামসেদুল আলম চৌধুরীসহ অনেকে। সভায় ওরশ যথাযোগ্য মর্যায় অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন উপ কমিটি ও প্রস্তুতি গ্রহণ করা হয়। এবং কমিটির পক্ষ থেকে সকলকে স্বাস্থ্যবিধি অনুসরন করে ওরশে অংশ গ্রহনের জন্য বিনিত অনুরোধ জানান ওরশ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। সংগঠক মো. কামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হাসেম চৌধুরী, আবদুর রশিদ, আবদুস ছোবহান, আবু তাহের চৌধুরী, জাহাঙ্গীর আলম, এসএম সিরাজুল ইসলাম হিরন, মৌলানা ফজলুল আলম নুরী, মাষ্টার মো.জাফর, আবুল কালাম বিডিআর, মো.ফরিদ হোসাইন রফিক, বকতেয়ার চৌধুরী, জাবেদ চৌধুরী, কাজী আবুল বশর, প্রকৌশলী আলী আকবর, মুহাম্মদ লিয়াকত, মুহাম্মদ ইলিয়াছ, এসএম জামাল উদ্দিন, গোলাম মোস্তাফা ফারুক চৌধুরী, মুহাম্মদ ফারুক, মো.সালাউদ্দিন, মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ হোসেন, মুহাম্মদ মোরশেদ, মুহাম্মদ হেলাল, জাহেদ চৌধুরী, মাওলানা আত্তারী, মাওলানা মোহাম্মদ তারেক প্রমুখ।