রাউজানে সত্যপাল ভিক্ষুর বরণোৎসব আজ শুরু

118

অধ্যাপক প্রজ্ঞাবংশ মহাস্থবিরের শিষ্য ও রাউজান পৌরসভার গহিরা অংকুর ঘোনা জেতবনারাম বিহারের অধ্যক্ষ সত্যপাল ভিক্ষুর মহাস্থবির বরণ ও সংবর্ধনা উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচি বিহার সংলগ্ন মাঠে আজ বৃহস্পতিবার শুরু হবে। কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, ফানুস উত্তোলন। উদ্বোধন করবেন জোবরা সুগত বিহারের অধ্যক্ষ শীলরক্ষিত মহাস্থবির ও পশ্চিম গহিরা শান্তিময় বিহারের অধ্যক্ষ মৈত্রীপ্রিয় মহাস্থবির। সন্ধ্যায় পাল্টা কীর্তন। আগামীকাল কর্মসূচিতে রয়েছে-সকালে অষ্টপরিষ্কারসহ সংঘদান। প্রধান অতিথি থাকবেন ভারতীয় সংঘরাজ ড. সত্যপাল মহাস্থবির। ধর্মদেশনা করবেন প্রিয়দর্শী মহাস্থবির, বুদ্ধরক্ষিত মহাস্থবির, সুন্দরা মহাস্থবির, জিনালংকার মহাস্থবির, প্রজ্ঞানন্দ মহাস্থবির প্রমুখ। দুপুরে মহাস্থবির বরণ অনুষ্ঠান উপ-সংঘরাজ ড. শীলানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। আশীর্বাদক থাকবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবির, প্রধান অতিথি থাকবেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, প্রধান ধর্মদেশক থাকবেন সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব এস লোকজিৎ স্থবির, উদ্বোধক থাকবেন অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাস্থবির। বিজ্ঞপ্তি