রাউজানে শোহাদায়ে কারবালা মাহফিল

71

হযরত ইমাম শেরে বাংলা (র.)’র বড় সাহেবজাদা সৈয়দ আমিনুল হক আল ক্বাদেরী বলেছেন, আহলে বায়তের প্রেম হচ্ছে ঈমান। কারবালার প্রান্তরে ইমাম হোসাইন (র.) নিজের জীবনের চিন্তা না করে, তিনি এজিদ বাহীনিকে বলেছিলেন ন্যায়ের পথে থাকব, এরপরও অন্যায়কে সমর্থন করবনা। তিনি মঙ্গলবার উপজেলার আমিরহাটে ১০দিন ব্যাপি ৮ম শোহাদায়ে কারবালা স্মরণে যিকিরে মোস্তফা (দ.) মাহফিলের সমাপনি দিবসে প্রধান অতিথির তকরির করছিলেন। রাউজান উত্তরসর্তা আলামিয়া নুরুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান নুর মোহাম্মদ রানা এতে সভাপতিত্ব করেন। রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাহফিলের প্রতিষ্ঠাতা মাওলানা এম বেলাল উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় ও বাস্তবায়ন কমিটির আহবায়ক তাজ মুহাম্মদ রেজভী ও মুহাম্মদ সাজ্জাদের যৌথ সঞ্চালনায় এতে তকরির পেশ করেন উত্তরসর্তা গাউছিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক জসিম উদ্দিন আবেদী।
এর পূর্বে নাত পরিবেশন করেন শায়ের রায়হান শরিফ, শায়ের মুহাম্মদ ইমরান, শায়ের মিজানুর রহমান, শায়ের ওসমান গনি ও শায়ের মিনহাজ উদ্দিন ভান্ডারী। উপস্থিত ছিলেন জালাল আহমেদ, ইমরান কাদের ইডেন, ব্যবসায়ী সৈয়দ কামাল উদ্দিন, মেম্বার শফি সওদাগর, মুহাম্মদ রফিক, মাস্টার ফরিদ মিয়া, জাহাঙ্গীর আলম সিকদার, উত্তর সর্তা দরগাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নিজাম উদ্দিন, সরোয়ার আলম, সোলায়মান চৌধুরী, এয়াছিন শাহ কলেজের সহ গ্রন্থগারিক এয়ার মুহাম্মদ, দ্যা প্যানিনসুলার অডিট ম্যানেজার নুরুল হায়দার, এটি এম আলমগীর, হাজী মুহাম্মদ ইউনুছ, মওলানা বদরুদ্দিন, মো. ফরিদ, হাফেজ মাওলানা ওমর ফারুক, মাওলানা এয়াছিন ভান্ডারী, হাফেজ মওলানা ইউনুছ, গর্জনীয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা নাসির উদ্দিন কাদেরী, মওলানা ইকবাল হোসেন, জাহেদুল আলম, মওলানা মামুন, ইলিয়াছ, হামিদ সওদাগর, মুহাম্মদ মামুন মিয়া, আব্দুর রশিদ স্বপন, মুহাম্মদ জয়নাল,মুহাম্মদ সৈয়দ, মুহাম্মদ সোহেল, সাদ্দাম হোসেন, মোরসেদ আলম, আবু রায়হান, মকসদুল আলম সুমন, গাজী মাসুদ রানা, মুহাম্মদ মঈন উদ্দিন, এড. ইছহাক, রবিউল হোসেন, সাজ্জাদ, নাজিম উদ্দিন কালু, সাবেক সচিব মাওলানা মোজাম্মেল হোসাইন, বর্তমান সচিব মুহাম্মদ জাবেদ,নাজিম উদ্দিন ভান্ডারী, মুহাম্মদ বোরহান, মাওলানা কুতুব উদ্দিন, মুহাম্মদ হাসান, মুহাম্মদ মুবিন, এসএম কপিল উদ্দিন, মুহাম্মদ আলী, মুজিবুল বশর সাজ্জাদ, মোজাফ্ফর, মাওলানা নঈমুল হক প্রমুখ।
মিলাদ কিয়াম পরিবেশন করেন শায়ের মাওলানা ক্বারী তারেক আবেদীন। এতে দেশ জাতি ও মুসলিম উম্মাহর সম্মৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন সৈয়্যদ আমিনুল হক আল কাদেরী। পরে তবরুক বিতরণ করা হয়।