রাউজানে শহীদ হালিম লিয়াকত বৃত্তির পরিচালনা কমিটি গঠন

51

দেশের বহুলপ্রচলিত জনপ্রিয় অন্যতম বেসরকারী বৃত্তি শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তির সফল আয়োজনের লক্ষে শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ রাউজান উপজেলা দক্ষিণের বৃত্তি পরিচালনা কমিটি গত বৃহস্পতিবার পাহাড়তলীস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গঠিত হয়। সংগঠনের সকল উপদেষ্টা ও সাবেক নেতৃবৃন্দের সর্বসম্মতি ক্রমে আবদুল্লাহ্ আল রোমানকে পরিচালক, মুহাম্মদ রবিউল হেসাইন সুমন ও এস এম শামসুল আরেফিনকে উপ-পরিচালক, মুহাম্মদ জয়নাল আবেদীন জাবেদকে সচিব ও এনামুল হক মুন্নাকে অর্থ সচিব করে ২৫ জন বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, ২০০৪ সাল থেকে রাউজান দক্ষিণের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় দুইটি কেন্দ্রে ২য় শ্রেণি থেকে ৮ম শ্রেনি পর্যন্ত স্কুল ও মাদ্রাসা পর্যায়ে এ বৃত্তি পরীক্ষা সফলতার সাথে অনুষ্ঠিত হয়ে আসছে। আগামী ২০ ডিসেম্বর সারা দেশের ন্যায় রাউজান উপজেলার গশ্চি উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।