রাউজানে শতাধিক বুদ্ধ কুলপুত্রকে ধুমারপাড়া গ্রামবাসীর পিন্ডদান

97

রাউজান উপজেলার পূর্ব গুজরাস্থ সুদর্শন মহাবিহারে অনুষ্ঠিত ৩য় গেøাবাল বুড্ডিস্ট পিস কংগ্রেসে শ্রামণ্য ধর্মে দীক্ষিত ১১১ জন বুদ্ধ কুলপুত্র ও থাইল্যান্ড থেকে আগত ওয়ার্ল্ড এলায়্যান্স অব বুড্ডিস্ট এর প্রেসিডেন্ট, আন্তর্জাতিক ক্ষ্যাতি সম্পন্ন বৌদ্ধ ভিক্ষু ব্যাক্তিত্ব ড. প্রনচাই প্নিয়াপং ও ধম্মকায়া মেডিটেশন সেন্টারের প‚জনীয় ভিক্ষু-সংঘকে পুষ্পাঞ্জলিসহ পিÐদান ও থাইল্যান্ড, ভারত, নেপাল থেকে আগত অতিথিবৃন্দের পুষ্পিত অভিনন্দনসহ মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন ধুমারপাড়া আনন্দ বিহার পরিচালনা কমিটির উদ্যোগে গ্রামবাসীবৃন্দ। গত ১৩ জুলাই অগ্রসার মহাকমপ্লেক্স অঙ্গনে ভিক্ষু সংঘের প্রতি বুদ্ধ নির্দেশিত পিÐচারনের মাধ্যমে আহার সংগ্রহ করেন নবপ্রবজিত শতাধিক শ্রমণ। অনুষ্ঠান যথাযথ ধর্মীয় আবহ ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত করতে উপস্থিত থেকে সকল প্রকার সহযোগিতা করেন সুদর্শন মহাবিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানবিরিয় মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথের, অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ এর মহাসচিব ভদন্ত সুমিত্তানন্দ মহাথের, ভদন্ত দেববংশ থের, ভদন্ত সুমনানন্দ থের, ভদন্ত সংঘমিত্র ভিক্ষু, ভদন্ত জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু, নির্বাণা পিস ফাউন্ডেশনের সভাপতি সবুজ বড়ুয়া শুভ, মহাসচিব মিথিলা চৌধুরী, ধ‚মারপাড়া আনন্দ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি বড়ুয়া, ইউপি সদস্য ফুটন বড়ুয়া, সৌম্যম বড়ুয়া বাপুন, সার্বিক তত্বাবধানে ছিলেন বিজয় বড়ুয়া, সজল বড়ুয়া, দানবীর, নিপু, প্রবারণ, আলোক, বিটু, চন্দন, অরুন, রিকু বড়ুয়া, ধ‚মারপাড়া বৌদ্ধ পল্লী উন্নয়ন সংঘের সদস্য প্রমুখ গ্রামবাসীবৃন্দ।