রাউজানে রাবার বাগান শ্রমিকদের অবস্থান কর্মসূচি

102

রাউজানে রাবার বাগানের শ্রমিক কর্মচারীদের মজুরি ভাতা প্রদানের দাবিতে ডাবুয়া রাবার বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগ অবস্থান কর্মসূচি পালন করা হয়। গতকাল শনিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ডাবুয়া রাবার বাগান কার্যালয়ের সামনে তিন শতাধিক শ্রমিক কর্মচারী অবস্থান কর্মসূচি পালন করেন। ডাবুয়া রাবার বাগান শ্রমিক ইউনিয়ন সভাপতি সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ডাবুয়া রাবার বাগান শ্রমিক কর্মচারী ইউনিয়ন সহসভাপতি খোরশেদুল আলম, সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বড়–য়া, শ্রমিক নেতা মহসিন, চাইমং মারমা, আহম্মদ সৈয়দ প্রমুখ।
বক্তারা বলেন, রাষ্ট্রপ্রতি কর্তৃক জারিকৃত রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকরির শর্তাবলী) আইন ২০১৮ মূলে রাষ্ট্রীয় শিল্প কারখানা সমূহের শ্রমিকদের জন্য জাতীয় মজুরি স্কেল ২০১৫, জারি সংক্রান্ত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশের আলোকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে জাতীয় মজুরি স্কেল ২০১৫ কার্যকর করা হয়। বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশন আওতাধীন ডাবুয়া রাবার বাগানে কর্মরত শ্রমিকদের ২০১৫ সনের কার্যকরি মজুরি স্কেলের নির্দেশনা অনুসারে নভেম্বর ২০১৮ মাসের মজুরি ভাতা প্রদান করা হয়নি। অবিলম্বে ২০১৫ সনের কার্যকরি মজুরি স্কেলের নির্দেশনা অনুসারে মজুরি ভাতা কার্যকর করার জন্য দাবি জানানো হয়। ডাবুয়া রাবার বাগান শ্রমিক কর্মচারীদের দাবি মেনে না নিলে আগামী ১৭ ডিসেম্বর শ্রমিক কর্মচারীর অনশন কর্মসূচি পালন ও ১৯ ডিসেম্বর শ্রমিক কর্মচারীরা গণছুটিতে যাবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন। ডাবুয়া রাবার বাগান শ্রমিক কর্মচারীদের কর্মসূচি প্রসঙ্গে ডাবুয়া রাবার বাগানের ম্যানেজার শোভন কান্তি শাহার কাছে জানতে চাইলে তিনি বলেন, ২০১৫ সনের কার্যকরি মজুরি স্কেলের নির্দেশনা মন্ত্রণালয় থেকে দেওয়া হলেও বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশন থেকে কোন আদেশ না দেওয়ায় শ্রমিক কর্মচারীদের ২০১৫ সনের কার্যকরি মজুরি স্কেলের ভাতা প্রদান করা সম্ভব হয়নি। বাংলাদেশ শিল্প উন্নয়ন করপোরেশনের প্রধান কার্যালয়ের কর্মকর্তাকে শ্রমিক কর্মচারীদের অবস্থান কর্মসূচির বিষয়টি জানানো হয়েছে। বাংলাদেশ বন শিল্প উন্নয়ন করপোরেশন থেকে আদেশ পেলে ২০১৫ সনের কার্যকরি মজুরি স্কেলের ভাতা প্রদান করা হবে।