রাউজানে মাস্টার দা সূর্য সেনের প্রয়াণ দিবস পালিত

42

ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা মাস্টারদা সূর্য সেনের ৮৮তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। গত ১২ জানুয়ারি রাউজান উপজেলা সদর মুন্সিরঘাটায় স্থাপিত মাস্টার দা সূর্যসেনের ভাস্কর্যে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সূর্যসেন স্মৃতি পাঠাগার, রাউজান সরকারী বিশ্ববিদ্যাল শিক্ষক মন্ডলী, সূর্যসেন স্মৃতি সংসদ ও সামাজিক সংগঠন সমুহ আলাদা আলাদা ভাবে মহান এই সেনানীর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া রাউজান প্রেস ক্লাব, সেন্ট্রাল বয়েজ অব রাউজানসহ নানান সমাজিক সংগঠনের পক্ষ হতে নানান কর্মসূচি পালন করে। ১৯৩৪ সালের ১২ জানুয়ারি মধ্যরাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামী বাঙালি বিপ্লবী মাস্টারদা সূর্য সেন ও তাঁর সহযোগী তারকেশ্বর দস্তিদারের ফাঁসি কার্যকর করা হয়েছিল। এ উপলক্ষে সূর্যসেন স্মৃতি পাঠাগার আয়োজিত আলোচনা সভা রাউজান কলেজ সম্মূখস্থ সূর্যসেন চত্বরে অনুষ্ঠিত হয়। সূর্যসেন স্মৃতি পাঠাগারের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে ও পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, শাহা আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ বশির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, দিদারুল আলম, অধ্যাপক অর্পন ব্যার্নাজি, আলহাজ্ব নুরুল আমিন, তছলিম উদ্দিন, মুছা আলম খান চৌধুরী, আবদুল লতিফ, যুবলীগ নেতা তপন দে, আরিফুল হক চৌধুরী, আবু ছালেক, ছাবের হোসেন, মোহাম্মদ আসাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, সেন্ট্রাল বয়েজের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, বেলাল হোসেন, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ প্রমুখ। উল্লেখ্য, বিপ্লবী মাস্টার দা সূর্য সেন রাউজানের নোয়াপাড়ায় জম্মগ্রহন করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে চট্টগ্রামে অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে গিয়ে ব্রিটিশ সরকারের সাথে যুদ্ব করে। ১৯৩৪ সালের ১২ জানুয়ারী ব্রিটিশ সরকার বিপ্লবী মাস্টার দা সূর্য সেনকে চট্টগ্রাম কারাগারে ফাঁসি দেওয়া হয়।