রাউজানে মাওলানা আবদুল জলিল মুহাম্মদ মুহিউল ইসলাম (র) ওরশ

97

আধ্যাত্মিক সাধক পুরুষ, বিশিষ্ট শিক্ষাবিদ, শাহ্সুফি অধ্যাপক হযরত মৌলানা আবদুল জলিল মুহাম্মদ মুহিউল ইসলাম (র) এর বার্ষিক ওরশ মোবারক রাউজান মোহাম্মদপুর দরবার শরীফ প্রাঙ্গণে গত মঙ্গলবার রাতব্যাপী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বিভিন্ন কর্মস‚চির মধ্যে ছিল বাদে আছর মাজার জিয়ারত, বাদে মাগরিব খতমে কোরআন, মিলাদ মাহফিল, আখেরী মোনাজাত ও তাবারুক বিতরণ। মাহফিলে প্রধান অতিথি ছিলেন মুফতি মাওলানা মুহাম্মদ ইব্রাহীম আলকাদেরী (ম.জি.আ)। প্রধান আলোচক ছিলেন মাওলানা সাইফুল আজম বাবর। আলোচক ছিলেন আল্লামা গোলাম মোস্তফা মোহাম্মদ শায়েস্তা খান, মাওলানা মোহাম্মদ রাশেদুল করিম। উদ্বোধক ছিলেন ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু। মাওলানা শেখ মুহাম্মদ শওকত হোসাইন তাহেরীর সভাপতিত্বে ধন্যবাদ স‚চক বক্তব্য দেন দৌহিত্র মুহাম্মদ মুহিউদ্দীন জিলানী। অতিথি ছিলেন প্রফেসর ড. সুলতান আহমদ, প্রফেসর আহমদ হোসেন, ড.নু.ক.ম আকবর হোসেন, পিডিবির ডেপুটি ডিরেক্টর মো. নিজাম উদ্দিন, সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী, নুরুল আমিন, শফিউল বশর, সারজু মো. নাছের, মেম্বার মো. ফোরকান, ইকবাল হোসেন শওকত, বায়োজিদ স্টীলের ব্যবস্থাপক হাসান মো. রাশেদ, ইসহাক ইসলাম, নিজাম উদ্দিন, মো. সেলিম, এম. মাসুদুল আলম, এস.এম লিটন, এনামুল হক, রাশেদুল আলম প্রমুখ। আখেরী মোনাজাত করেন আল্লামা গোলাম মোস্তফা মোহাম্মদ শায়েস্তা খান।