রাউজানে মাইজভান্ডারী মাহফিল সম্পন্ন

125

মাইজভান্ডার দরবার আল্লাহর অলিদের বিচরণ ভূমি। মাইজভান্ডারী তরিকতের প্রবর্তক হযরত সৈয়দ আহম্মদ উল্লাহ মাইজভান্ডারী বেলায়েতী ক্ষমতা দিয়ে অনেক অলী সৃষ্টি করেছেন। এই ধারা মাইজভান্ডার দরবারে এখনো বহাল রয়েছে। গত শুক্রবার বাদে আসর থেকে উপজেলার দক্ষিণ হিংগলা আবিদ আলী তালুকদার জামে মসজিদ মাঠে মাইজভান্ডারী মাহফিল বক্তারা এসব কথা বলেন। মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা শাখার নির্বাহী সদস্য, দক্ষিণ হিংগলা কলমপতি শাখার উপদেষ্টা, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা শাখার ধর্মীয় সম্পাদক মাওলানা মহিম উদ্দিনের সঞ্চলনায় অনুষ্ঠিত মাইজভান্ডারী মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় কলেজের অধ্যাপক মো. গোফরান। মাহফিলে প্রধান বক্তা হিসাবে তকরির করেন বোয়লখালী গোমদন্ডি দরবার শরীফের সাজ্জাদানশীল শাহজাদা আহম্মদুল হক মাইজভান্ডারী।
বিশেষ বক্তা হিসাবে তকরির করেন নগরীর রেলওয়ে স্টেশন কলোনি জামে মসজিদের খতিব আল্লামা দিদারুল আলম আল কাদেরী, মাইজভান্ডারী একাডেমি সদস্য আল্লামা একেএম বেলাল হোসেন মাইজভান্ডারী, রাউজান দারুল ইসলাম কামিল মার্দ্রসার প্রভাষক মাওলানা আবু তৈয়ব আনসারী। মাহফিলের উদ্বোধন করেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা শাখার সভাপতি জাগের হোসেন মাষ্টার। মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সচিব তসলিম উদ্দিন চৌধুরী, অধ্যক্ষ নুরুচ্ছাফা, ইউছুপ আলী, মেম্বার ওবাইদুল হক চৌধুরী, নুরুল আলম।
মাহফিলে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ ও রাউজান উপজেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন মনজুরুল ইসলাম চৌধুরী, রাশেদ তালুকদার, আনোয়ার আজম, জাহাঙ্গীর আলম মাষ্টার, সাদিকুজ্জমান সফি, আবু আহম্মদ, মমতাজ উদ্দিন, দৌলত খান, তৌহিদুল আলম, মামুন, সেলিম উদ্দিন, ইব্রাহিম আজাদ টুটুল. কাজী আসলাাম, নুর মোহাম্মদ, মনজুরুল ইসলাম, এমরান, সেলিম উদ্দিন, আবদুল মালেক রাজন, নাসির উদ্দিন আনোয়ার সওদাগর, আরিফ উদ্দিন। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন মাইজভান্ডারী একাডেমির সদস্য একে এম বেলাল হোসেন মাইজভান্ডারী।