রাউজানে বিনোদন কেন্দ্রের আদলেই দৃষ্টিনন্দন নোয়াজিষপুর কমপ্লেক্স

733

ইউনিয়ন পরিষদকে স্বভাবত সরকারের অসহায় মানুষকে নানা সেবা ও বিচারিক কেন্দ্র হিসেবে ধরে নেন গ্রামের মানুষ। এতে সেবার পাশাপাশি মানুষের নানা সমস্যার সমাধান করতে এসব পরিষদের আসেন ভুক্তভোগিরা। কিন্তু এ চিত্র অনেকটা ভিন্ন রাউজানের নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স দেখলে। এই কমেপ্লেক্সেই গড়ে তোলা হয়েছে ফুলের বাগানসহ বিনোধনের নানা স্থাপনা। যার কারনে এটি সেবার পাশাপাশি সর্ব সাধারনের জন্য গড়ে তোলা হয়েছে মিনি বিনোধন কেন্দ্র হিসেবে। এতে জেলার সবচেয়ে দৃষ্টিনন্দন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স গড়ে উঠেছে। যার কারনে উদ্বোধনের আগেই এখানে মানুষ একনজর দেখতে আসছে। যেটি আগামিকাল শনিবার উদ্বোধন করতে রাউজান আসছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার্দী সিকতারের সভাপতিত্বে প্রধান বক্তা থাকবেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। জানা যায়, বিশাল ও প্রাচীনতম একটি দিঘির পাড়ে গড়ে তোলা এই নান্দনিক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স শুধু চট্টগ্রামের মধ্যে নয়, সারাদেশের মধ্যে অন্যতম সৌন্দর্যমন্ডিত ইউনিয়ন কমপ্লেক্স বলে এলাকার লোকজন। নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণকাজ শেষ হওয়ার মধ্যদিয়ে উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নির্মাণকাজ শেষ হওয়ার পথে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইউসুফের দিঘির পাড় ঘেঁষে গড়ে তোলা এ ইউনিয়ন পরিষদটি নির্মিত হয়েছে ৪০ শতক জায়গায়। মূল ভবন হয়েছে ২৫ শতক ভূমিতে। এ ইউনিয়ন পরিষদের ভূমি সংক্রান্ত জটিলতা থাকায় স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী ও ইউপি চেয়ারম্যান সরোয়ার্দী সিকদার দীর্ঘ চেষ্টা চালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকেও ভূমির অনুমোদনের স্বাক্ষরের প্রয়োজন হয়। কমপ্লেক্সের কাজ শেষ হওয়ার পর থেকে এটি দেখার জন্য উপজেলা বিভিন্ন প্রান্ত থেকে সেখানে যাচ্ছেন উৎসুক জনতারা। কেউ তুলছেন সরাসরি ছবি, কেউ সেলফি। সরকারিভাবে এ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণে বরাদ্দ দেয়া হয়েছে ১ কোটি ১৪ লাখ। কিন্তু সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার্দী সিকদারের আন্তরিকতায় এবং এলাকাবাসীর সহযোগিতায় আরো সমসংখ্যক অর্থ ব্যয় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীও সেরা ইউনিয়ন কমপ্লেক্স করার জন্য একাধিকবার এর বিভিন্ন কাজের দেখাশোনার জন্য পরিদর্শন করেন। সরেজমিনে দেখা যায়, নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মূল ভবন ছাড়াও রয়েছে বিশাল দৃষ্টিনন্দন মাঠ, ফলমূল-সবজির বাগান, বিশাল সীমানাপ্রাচীর, পার্ক, দিঘিকে ঘিরে সৌন্দর্য বর্ধন, দিঘির পাড়ে ছাতার নিচে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার ব্যবস্থা, টাইলস্ আর নানা দৃষ্টিনন্দন কাজের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে সাজিয়ে তোলা, দিঘির সঙ্গে একটি বড় ঘাট, আধুনিকমানের ফার্নিচার ও বিনোদনের ব্যবস্থা।
এদিকে আগামী শনিবার এই ইউনিয়ন পরিষদের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে মিলন মেলার আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে দফায় দফায় এলাকাবাসী, বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় হয়েছে। এ উপলক্ষে ইউপি চেয়ারম্যান সরোয়ার্দী সিকদারকে আহŸায়ক ও ইউনিয়ন আ.লীগের সভাপতি মোসলেম উদ্দিন চৌধুরীকে সদস্য সচিব করে একটি আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে। এ অনুষ্ঠানে এলাকার জজ, ব্যারিস্টার, সফল কৃষক থেকে শুরু করে সকল কৃতীকে সংবর্ধনা দেয়া হবে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, মেজবান, আলোচনা পর্বসহ নানা বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। এ অনুষ্ঠান বাস্তবায়নকে ঘিরে প্রায় অর্ধকোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।