রাউজানে বাংলাদেশ ডিএক্সীং এক্সীভিশন অনুষ্ঠিত

49

পীরে কামেল হযরত মাওলানা শাহসূফি মোহাম্মদ ছাহেব কেবলা (রহ.) নামে প্রতিষ্ঠিত মুহাম্মদীয়া দরবার শরীফের ৪৭ তম ভ্রাতৃত্বসম্মেলন ও ৪২ তম বার্ষিক ইছালে ছওয়াব এবং রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএর) ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ডিএক্সীং এক্সীভিশন ও প্রকাশনা পরিচিতি অনুষ্ঠান গত শনিবার, রবিবার উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব কচুখাইন গ্রামে অনুষ্ঠিত হয়।
সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ঠ লেখক ও সাংবাদিক এম মহিউদ্দিন ইসলাম। উক্ত অনুষ্ঠানে অতিথি ও অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন রাউজান উপজেলার প্রধান পরিদর্শক ও লেখক মাওলানা মোহাম্মদ হাসান মুরাদ, মোহাম্মদ আবু নাসের, মাইজভান্ডারী, গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউস‚ফ আলী, সমাজসেবক জেবর মুল্লুক, সাংবাদিক এম জাহাঙ্গীর নেওয়াজ, সংগঠক সৈয়দ আলাউদ্দিন দস্তগীর, সাংবাদিক এস এম ইউস‚ফ উদ্দিন, মোহাম্মদ বোরহান, মোহাম্মদ ওয়াহিদ ইসলাম, মোহাম্মদ খসরুল আমিন চৌধুরী, মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ ফোরকান, পেয়ার বক্স মাস্টার, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ আরিফুল্লাহ সাকিব, দিদারুল আলম ইমন, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ মোরশেদ, নুরুল আলম ইয়াছিন প্রমুখ। এতে কর্মসূচীর মধ্য ছিল শুভেচ্ছা সাক্ষর সংগ্রহ, রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ)’র ও বাংলাদেশ বেতারের প্রকাশনা সম‚হ প্রদর্শন ও উপহার, আলোচনা, সম্মাননা প্রদান প্রভৃতি। উক্ত অনুস্টানে সম্মাননা লাভ করেন লেখক মাওলানা মোহাম্মদ হাসান মুরাদ, লেখক ও শিক্ষক মোহাম্মদ আবু নাসের ও সংগঠক সৈয়দ মোহাম্মদ আলাউদ্দিন দস্তগীর।