রাউজানে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের পর্দা উঠছে কাল

49

মুজিব শতবর্ষ উপলক্ষে রাউজান উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হতে যাচ্ছে কাল শনিবার। এ উপলক্ষ্যে উদযাপন পরিষদের টুর্নামেন্টের অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধি সভা আহবায়ক জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পৌরসভাস্থ ৯নং ওয়ার্ডের এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহবায়ক সুমন দে, সদস্য সারজু মোহাম্মদ নাছের, শওকত হোসেন, যুগ্ম আহবায়ক তপন দে, সদস্য সচিব আহসান হাবীব চৌধুরী হাসানক প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা অনুষ্ঠিত হবে রাউজান সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে। এতে প্রতিদ্ব›িদ্বতা করবে রাঙ্গুনীয়া রানীরহাট খেলোয়াড় সমিতি বনাম নগরীর কিষোয়ান ক্লাব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ আ জ ম নাছির উদ্দিন। উদ্বোধক থাকবেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে এক লক্ষ এক টাকা ও রানারআপ দল পাবে পঞ্চাশ হাজার এক টাকা। এছাড়াও প্রতি খেলায় ম্যান অব দ্য ম্যাচ হিসেবে থাকবে দশ হাজার টাকা। টুর্নামেন্টের দলপ্রতি এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে দশ হাজার টাকা।