রাউজানে ফুটবল টুর্নামেন্ট

25

সাংবাদিক সিদ্দিক আহমেদ স্মৃতি : প্রয়াত সাংবাদিক, প্রাবন্ধিক সিদ্দিক আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দক্ষিণ রাউজানের গশ্চি উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের উদ্যোগে সিদ্দিক আহমেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় জাহেদ পারভেজ চৌধুরী। এতে উপস্থিত ছিলেন গশ্চি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন, সাধারণ সম্পাদক আলমগীর হায়দার, সৈয়দ মোজাফ্ফর হোসেন, আ জ ম রাশেদ, প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ, ফয়জুল আলম প্রিন্স, ফখরুল ইসলাম, শিক্ষক সন্তোষ কুমার চৌধরী, দিলীপ কুমার দাশ, অজিত দে, আশিষ বৈদ্য, সাইগল ইসলাম, জোনায়েদুল ইসলাম, কামাল উদ্দীন , অদিতি চৌধুরী, অনিতা দে, প্রগতি রানী, জাহেদা বেগম, বদিউল আলম, জালাল উদ্দীন চৌধুরী, আদনানুল করিম, মো. ফরিদ, সেলিম রেজা, শাহাদাত ইসলাম, রুহল কাদের, মো. হোসেন, সৈকত চৌধুরী, নুরুল আজম, মো. বেলাল হোসেন, আনসার আলী প্রমুখ। টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করে।
দক্ষিণ হিংগলা প্রগতি ইয়ং স্টার ক্লাব : রাউজানের দক্ষিণ হিংগলা শান্তি নগর প্রগতি ইয়ং স্টার ক্লাবের উদ্যেগে রাত্রিকালীন অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গত বৃহস্পতিবার শুরু হয়। এদিন দিবাগত রাতে দক্ষিণ হিংগলা কাজির টিলার পাশে মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধন করেন রাউজান প্রেস ক্লবের সাবেক সভাপতি শফিউল আলম। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক এয়াকুব আলী। এসময় উপস্থিত ছিলেন জামাল উদ্দিন সুজন, মো. তারেক, বাদশা, জাফর প্রমুখ। টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করেন।-রাউজান প্রতিনিধি