রাউজানে ন্যালনাল লাইফ ইন্সুরেন্সের সভা

55

ন্যালনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড দক্ষিণ রাউজান মডেল জোনের উরকিরচর শাখার উদ্যোগে গ্রাহকের মৃত্যুদাবী প্রদান অনুষ্ঠান গত বৃহস্পতিবার শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মডেল জোনের প্রধান মো. আবুল কাসেম হিরু। ইউপি সদস্য মো. মনছুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে শাখা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় হাটহাজারীর উত্তর মাদার্শার হেমোহনীর আবদুল হকের নতুন বাড়ীর মৃত আবদুস ছবুরের নমিনী স্ত্রী পারভীন আকতারকে চেক তুলে দেওয়া হয়।

চন্দ্রঘোনায় উপজাতি
পল্লীর বৌদ্ধ শশ্মানের
সীমানা ভাংচুরের
অভিযোগ

রাঙ্গুনিয়া প্রতিনিধি
…………………

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম এলাকায় উপজাতি পল্লীর বৌদ্ধ শশ্মান সীমানা পিলার ভাংচুরের অভিযোগ করা হয়েছে থানায়। গত ৯ ফেব্রæয়ারি স্থানীয় বিজয় কুমার চাকমা এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগটি দায়ের করেন। এলাকার কারবারি বিজয় কুমার চাকমা বলেন, গত ৭ ফেব্রæয়ারি রাতে কে বা কারা বৌদ্ধ শশ্মানের সীমানা পিলার ভাংচুর করে। শশ্মানটি এলাকার বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন মারা গেলে সৎকার করা হয়। জানতে চাইলে থানার উপপরিদর্শক মো. রাকিব বলেন, ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে।