রাউজানে নিহত পত্রিকা হকার দেবব্রত বসাকের শোকসভা

59

দেবব্রত বসাক সদা হাস্যজ্বল সুন্দর মনের মানুষ ছিলেন। যিনি ভোর না হতেই ছুটে আসতেন পত্রিকা গ্রহন করতে। তবে বেশিরভাই অন্য হকারদের পত্রিকা গ্রহন করে বেশ সুনাম কুড়িয়েছেন। এমনকি দেশের স্বনামধন্য প্রতিষ্টান চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও হাজার হাজার শিক্ষার্থীর মাঝে ভোর না হতেই সংবাদপত্র পৌঁছানোর মাধ্যমে চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের কাছে নম্রভদ্র এ হকার প্রিয় মূখে পরিনহ হয়েছিল। যার কারণেই তাকে ভুলতে পারছে না কেউ। আর এমন মানুষের ঘাতক গাড়িটি পুলিশ এখনো খুজে বের করতে না পারায়, ক্ষোভ প্রকাশ করছেন হকারবৃন্দ।
তাই অতিদ্রুত হকার দেবব্রত বসাকের ঘাতক গাড়িটি সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি করছে রাউজান হকার নেতৃবৃন্দ। গত সোমবার উপজেলার মুন্সিরঘাটাস্থ রাউজান হকার সমিতির এক শোকসভায় বক্তারা এ কথা বলেন। রাউজানের পত্রিকা হকার সাধন শীলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রতন দে, অজিত শীল, রাম কৃষ্ণ, কুতুব উদ্দিন, পলাশ নাথ, সকাল শীল, বিকাশ শীল, উত্তম মালাকার, দুলাল শীল, দয়াল দাশ, রনি দাশ, পরিতোষ দে, নোয়াপাড়া পিন্টু দে, পূর্ব গুজরার মো. বাদশা, বাগোয়ানের মো. নাছের প্রমুখ।