রাউজানে দ্রুত বাস্তবায়ন হচ্ছে ইকোনমিক জোন

298

রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আমলেই রাউজানে যে উন্নয়নের উৎসব চলছে, তা অন্য কোন সরকারের আমলে হয়নি। সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের সহযোগিতায় রাউজানেই হচ্ছে সবচেয়ে বড় ইকোনমিক জোন। এটি দ্রæত বাস্তবায়ন করা হচ্ছে। বাস্তবায়নের পর রাউজান হবে দেশের অন্যতম মডেল উপজেলা।
তিনি গতকাল শুক্রবার উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, দেশের মধ্যে একমাত্র উপজেলা রাউজান, যেখানে প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ফিডিংয়ের ব্যবস্থা আছে। প্রত্যেক ইউনিয়ন, পৌরসভা এবং উপজেলার ৬ তলা বিশিষ্ট স্থায়ী কার্যালয় হচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. কামাল উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজের পরিচালনায় এতে সংবর্ধিত অতিথি ছিলেন বিদায়ী ইউএনও মো. শামীম হোসেন।
বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব নুরুল আলম নিজামী, জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম, রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেসানুল হায়দর চৌধুরী বাবুল, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, সহকারী কমিশনান এহেসান মুরাদ।
উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পদাক ভূপেষ বড়–য়া, সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট দীপক কুমার দত্ত, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইরফান আহদে চৌধুরী, আওয়ামী লীগ নেতা কাজী মো. ইকবাল, রাউজান পৌরসভা আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহাজান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পদাক সৈয়দ আবদুল জব্বার সোহেল, সহ সভাপতি সুমন দে, পৌরসভার প্যানেল মেয়র জান্নাতুল ফেরদৌস ডলি, কাউন্সিলর জানে আলম জনি, এডভোকেট সমীর দাশগুপ্ত, আজাদ হোসেন, শওকত হোসেন, নাছিমা আকতার, জেবুন্নেছা বেগম, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, সরোয়ার্দী সিকদার, বিএম জসিম উদ্দিন হিরু, দিদারুল আলম, লায়ন সাহাবুদ্দিন আরিফ, প্রিয়তোষ চৌধুরী, মো. রোকন উদ্দিন, তসলিম উদ্দিন চৌধুরী, সুকুমার বড়–য়া, নুরুল আবছার বাসি, যুবলীগ নেতা আজিজ উদ্দিন ইমু, রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী, রাউজান পৌরসা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল লতিপ, রাউজান পৌরসভা যুবলীগের সভাপতি হাসান মো. রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেক, মুছা আলম খান চৌধুরী, পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্ত্তী, সাধারণ সম্পদাক মো. আসিফ, রাউজান সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পদাক ফয়সাল মাহমুদ।