রাউজানে টেকসই উন্নয়ন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

36

“আমার গ্রাম আমার শহর” এ আদর্শকে ধারণ করে রাউজান উপজেলায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা করা হয়েছে। গত শনিবার দিনব্যাপী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ, ধর্মীয় নেতা, নৃ-তাত্তি¡ক জনগোষ্ঠীর প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, স্কুলের শিক্ষক, কলেজের অধ্যক্ষ, প্রভাষক, ছাত্র-ছাত্রী, নারী উদ্যোক্ত, ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষাবিদ, বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, স্বাস্থ্য কর্মী, খ্যাতমান ব্যক্তিত্ব, মৎস্যজীবিসহ বিভিন্ন স্তরের ব্যক্তিত্বের অংশগ্রহণের মধ্যদিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগীতায় আয়োজিত এ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দীপক চক্রবর্ত্তী। কর্মশালায় তিনি বলেন, সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিক আঙ্গনে বাংলাদেশের ভাবম‚র্তি উজ্জ্বল করেছে। যেহেতু এসডিজি বৈশ্বক উন্নয়ন এজেন্ডা এবং এর বাস্তবায়ন দীর্ঘমেয়াদী বিষয়, কাজেই যথাযথভাবে এটি অর্জনের জন্য স্থানীয়করণ ও অগ্রাধিকার নির্ণয়ের কোন বিকল্প নেই।
স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ নুর মোহাম্মদ, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, রাউজান সরকারি কলেজের অধ্যক্ষ একেএম আবদুর রশিদ, রাউজান পৌরসভার কাউন্সিলর আলমগীর আলী, জানে আরম জনি, এডভোকেট সমীর দাশগুপ্ত, আজাদ হোসেন, নোয়াপাড়া কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, আব্বাস উদ্দিন আহমেদ, সুকুমার বড়–য়া, লায়ন সাহাবুদ্দিন আরিফ, প্রিয়তোষ চৌধুরী, দিদারুল আলম, তসলিম উদ্দিন চৌধুরী, সরোয়ার্দী সিকদার, নুরুল আবছার বাসি, রোকন উদ্দিন, রাউজান উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গণি রানা, ফরিদ আহমেদ চৌধুরী।