রাউজানে জিকিরে মোস্তফা মাহফিল অনুষ্ঠিত

80

ইসলামী ছাত্রসেনা রাউজান ডাবুয়া ৪নং ইউনিট শাখার ব্যবস্থাপনায় ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন, বিশ্বঅলি শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ও আওলাদে রাসুল (দ.) হাফেজ ক্বারী আল্লামা তৈয়্যব শাহ (র)’র ওরস মোবারক উপলক্ষে ৩য় তম ‘আজিমুশশান জিকিরে মোস্তফা (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে স্থানীয় বটতল টিলা ময়দানে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন শানে মাইজভান্ডারী ওলামা পরিষদের মহাসচিব আলহাজ আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খান আল আযহারী (মা.জি.আ)। শায়ের মাওলানা ওসমান গণী ক্বাদেরী ও রায়হান আকবরের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। মাহফিল উদ্বোধন করেন সাইফুদ্দীন চৌধুরী সাবু। প্রধান বক্তা ছিলেন গাউছিয়া কমিটি উত্তরজেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট রাউজান উপজেলা উত্তরের সভাপতি হাফেজ আল্লামা জয়নাল আবেদিন জামাল, ছাত্রসেনা উত্তরজেলার সাধারণ সম্পাদক কে.এম আজাদ রানা, আলহাজ মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন, দক্ষিণ হিংগলা তৈয়বীয়া স্মৃতি সংসদের সভাপতি মুহাম্মদ মোরশেদ আলম, খোশাল তালুকদার বাড়ি ঐক্য পরিষদের সভাপতি জসিম উদ্দিন তালুকদার। আমন্ত্রিত অতিথি ছিলেন যুবসেনা রাউজান উপজেলা উত্তরের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম রেজভী, দি প্যানিনসুলা চিটাগাং (ইন্টারনাল অডিট) ম্যানেজার যুবনেতা নুরুল হায়দার, গাউছিয়া কমিটি হযরত ইয়াকুব শাহ ইউনিটের সভাপতি শাহ আলম বাদশা মেম্বার, ডাবুয়া ইউনিয়ন ছাত্রসেনার সভাপতি মাওলানা তাজ মোহাম্মদ রেজভী, যুবসেনা রাউজান উপজেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক এম এ রায়হান, ব্যবসায়ী মঈনুউদ্দিন, গাউছিয়া কমিটি গহিরা ইউনিয়নের যুগ্ম সম্পাদক গাজী মাসুদ রানা, ছাত্রসেনা রাউজান উপজেলা সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, পৌরসভা সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, দক্ষিণ হিংগলা তৈয়বীয়া স্মৃতি সংসদের সেক্রেটারি মাকসুদুল আলম সুমন, ডাবুয়া ইউনিয়ন ছাত্রসেনার সাবেক সহসভাপতি ঈসমাইল হোসেন সুমন, হলদিয়া ইউনিয়ন ছাত্রসেনা সভাপতি মুছা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্মসম্পাদক ইমতিয়াজ আকবর, দরগাহ বাজার শাখার জিয়া ফারহান, চিকদাইর ইউনিয়নের হোসাইন নূরী, ডাবুয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সাবের হোসেন, সাধারণ সম্পাদক আছাদ হোসেন, পৌরসভা ছাত্রলীগের সেক্রেটারি আসিফ, ডাবুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোরশেদুল হক চৌধুরী, ইউপি সদস্য আজাদ হোসেন, রাউজান উপজেলা ছাত্রলীগ নেতা মোরশেদ আলম জমির, ডাবুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল হক। সংগঠনের নেতৃবৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেকান্দর হোসেন, মোহাম্মদ রাশেদ, রবিউল হাসান সাব্বির, শাহেদুল আলম, নজরুল ইসলাম, শাহারাজ হোসেন মনির, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ ইমন, সাইফুদ্দীন, জাহেদুল আলম, মিনহাজ উদ্দিন, মোহাম্মদ সোহেল, আসিফ, মোহাম্মদ সাজেদুল, আরমান, আজিম, সজিব, আরমান শাহা, নুরুদ্দিন, জয়নাল, আমজাদ হোসেন, এসকান্দর প্রমুখ। মাগরিবের পর থেকে শুরু হওয়া আল হাসসান ইসলামী সাংস্কৃতিক ফোরামের সাবেক যুগ্মমহাসচিব আন্তর্জাতিক ক্বারী আলহাজ মাওলানা তারেক আবেদিন, রজভীয়া নুরীয়া সাংস্কৃতিক ফোরামের চেয়ারম্যান মাওলানা মাছুম-উর রশিদ ক্বাদেরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সালামত রেজা ক্বাদেরী, ইমামে আজম আবু হানিফা ইসলামী সাংস্কৃতিক ফোরামের মাওলানা শাহ আলম ক্বাদেরী, মাওলানা মিনহাজ উদ্দিন ভান্ডারী, আরিফুল ইসলাম ও শিশু শিল্পী আহসান হাবীব নাত পরিবেশন করেন। মনোমুগ্ধকর ইসলামী নাত পরিবেশন শেষে মিলাদ কিয়াম পরিবেশন করেন শায়ের তারেক আবেদীন ক্বাদেরী। পশ্চিম ডাবুয়া আমির চৌধুরী জামে মসজিদের খতিব ও রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এম. বেলাল উদ্দিন মাইজভান্ডারীর মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় মাহফিল। পরে তাবরুক বিতরণ করা হয়।