রাউজানে ছৈয়দ চাঁদ শাহ্ (রহ.) ওরশের প্রস্তুতি সভা

101

ভারতীয় উপমহাদেশের আধ্যত্মিক জগতের প্রাণপুরুষ, রাহনুমায়ে শরীয়ত, ত্বরীকত, মারফত, হায্ত রাওয়া হযরতুল আল্লামা ছৈয়দ চাঁদ শাহ্ (রহ.)’র ১৯১ তম পবিত্র ওরশ মোবারক উপলক্ষে প্রস্তুতি সভা গত সোমবার রাউজান কদলপুর মীর বাগিছাস্থ ছৈয়দ চাঁদ শাহ্ মঞ্জিল মাঠে সম্পন্ন হয়েছে। আশেকানে ছৈয়দ মোক্তার শাহ্ খেদমত কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হযরত ছৈয়দ মোক্তার শাহ্। মাওলানা হাবিবুর রহমান ও কামাল উদ্দিনের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওরশ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাহাজাদা ছৈয়দ দিদারুল আলম, আশেকানে মোক্তার শাহ্ খেদমত কমিটির কেন্দ্রীয় সংসদের মহাসচিব ও ছোট শাহাজাদা ছৈয়দ মোকছুদুল আলম, আলহাজ মো. শফি, মুক্তিযোদ্ধা কমান্ডার হাসেম চৌধুরী, আবু তাহের চৌধুরী, এসএম হাসেম, বখতেয়ার চৌধুরী, ফরিদুল ইসলাম ভান্ডারী, এসএম আবদুল মতিন, আবদুর রশীদ, সুবেদার মেজর আবুল কালাম, ইঞ্জিনিয়ার আলী আকবর, মাস্টার জাফর, সালাউদ্দিন, এসএম ফারুক, জামাল উদ্দিন, মো. ইলিয়াছ, জাহেদ চৌধুরী, মো. ফারুক প্রমুখ। কোরআন তেলওয়াত করেন মাওলানা শফিবারী আত্তারী, নাত পরিবেশন করেন সৈয়দ মাওলানা শাহাদাত আলম। এতে খেদমত কমিটির মরহুম কর্মকর্তা-সদস্যদের রুহের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন হযরত ছৈয়দ মোক্তার শাহ্। সভায় ওরশ উদযাপন উপলক্ষে বিভিন্ন উপ কমিটির দায়িত্ব বন্টন করা হয়। উল্লেখ্য যে, আগামী ১৩ ফেব্রæয়ারি হযরতুল আল্লামা ছৈয়দ চাঁদ শাহ্ (রহ.)’র ১৯১ তম পবিত্র ওরশ মোবারক দরবার শরীফে অনুষ্ঠিত হবে।