রাউজানে ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

36

অহিংস ছাত্ররাজনীতির অনন্য মডেল ও মুক্তিযুদ্ধেরস্বপক্ষে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের একক রাজনৈতিক ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসেনা রাউজান উপজেলা দক্ষিণের ব্যবস্থাপনায় প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন এবং স্বাধীনতা দিবসের আলোচনা সভা উপজেলার নোয়াপাড়াস্থ মাকসুদ কমিউনিটি সেন্টারে মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ আল-রোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট রাউজান দক্ষিণের সভাপতি অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নুরী। তিনি বলেন, নৈতিকতাহীন ছাত্র রাজনীতি দেশের জন্য হুমকি স্বরূপ, দেশ ও জাতির কল্যাণে ছাত্রসমাজকে নৈতিক রাজনীতি চর্চা করতে হবে। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লায়ন আহমদ সৈয়্যদ। প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলী আকবর। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়্যদ মুহাম্মদ হোসেন, অধ্যাপক সৈয়্যদ জামাল উদ্দিন, মাওলানা আবুল কাশেম রেজভী, মুহাম্মদ হাসান সওদাগর তৈয়্যবী, মুহাম্মদ আবদুল বারেক, নজরুল ইসলাম, আমান উল্লাহ্ আমান, আলমগীর হোসেন প্রমুখ।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রসেনার সহ-সাংগঠনিক সম্পাদক মনির আহমদ নির্বাচন কমিশনারের ভূমিকায় ২০১৯-২০২০ইং সেশনের জন্য রবিউল হোসাইন সুমনকে সভাপতি ও জয়নাল আবেদীন জাবেদকে সাধারন সম্পাদক ও এনামুল হক মুন্নাকে সাংগঠনিক সম্পাদক। এসএম শামসুল আরেফিনকে সিনিয়ল সহ-সভাপতি, মুহাম্মদ রুবেল ও জাহেদ বাদশাকে সহ-সভাপতি, মুহাম্মদ নওশাদ হোসাইনকে যুগ্ম সাধারণ সম্পাদক, মুহাম্মদ রাশেদ ও শিহাব উদ্দীন সুলতানিকে সহ-সাধারণ সম্পাদক, আরিফুল ইসলাম মাসুদকে অর্থ সম্পাদক, হাফেজ হাসান ইমামকে শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক, জাবেদুল ইসলামকে দাওয়াহ বিষয়ক সম্পাদক, মুহাম্মদ মোজাম্মেলকে প্রচার সম্পাদক, মুহাম্মদ সোহেলকে গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, নুরুল মোস্তফা রাফাতকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মুহাম্মদ ফোরকানকে দপ্তর, ইমতিয়াজ আহমদ রেজাকে সাহিত্য ও সাংস্কৃতিক, হাসিবুল হাসান শাহ সাকিবকে ছাত্রকল্যাণ, আনিসুল মোস্তফাকে স্কুল বিষয়ক সম্পাদক করে ২০১৯-২০ইং কার্যকরী পরিষদের জন্য ৩৯ জন বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন।