রাউজানে ছাত্রলীগের ভালোবাসা দিবস পালন

45

দেশের বিভিন্ন স্থানের ন্যায় ভালোবাসা দিবসের দোল লেগেছে রাউজানেও। বিশেষ এ দিনটিকে ভালোবাসার সম্পর্কগুলোর আরেকটু যতœ নেবার উপলক্ষ হিসেবে দেখেছেন কেউ কেউ। এ বিষয়ে রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী বলেন, ভালোবাসার নেই কোন সীমানা, নেই বিশেষ কোন দিন। তাই দিবসকে স্মরন করতে রাউজান উপজেলা ছাত্রলীগ, গহিরা কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে দিনব্যাপী অন্তত ৫ শতাধিক পথচারী, শিক্ষার্থী, যাত্রী সাধারণদের মাঝে জবা ও গোলাপ দিয়ে বরন করে এ দিবস উদ্যাপিত করে। এছাড়াও উপজেলা জুড়ে দিবসটি উপলক্ষে করা হয়েছে নানা আয়োজন। বিশেষ করে গত বৃহস্পতিবার দৈনিক পূর্বদেশে রাউজানের নোয়াপাড়া আমেনা বশর বয়স্ক পুনর্বাসন নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর নগরী ও জেলার বিভিন্নস্থান থেকে ছুটে আছে বিভিন্ন সংগঠন। এতে মানুষের ভীরও ছিল লক্ষ্যনীয় বলে জানান বয়স্ক কেন্দ্রের ব্যবস্থাপক মো.ফারুক। এসময় তাদের ফুল ও খাবার দিয়ে বরণ করা হয় বলে তিনি জানান। অন্যদিকে ফুল আর উপহারের দোকানেও ভিড় ছিল। এ দিবসে ভালোবাসার মানুষের সাথে চুটিয়ে সারা জীবন সংসার.বাদ বিবাদ তাও সই। তবু বিশেষ দিবস বিশেষই। আর বিশ্ব ভালোবাসা দিবসের আবেদন ভালোবাসার মানুষের কাছে একদম আলাদা। এতে উপজোলার অনেক মানুষই ছুটে যাই উপজেলার একমাত্র বিনোধন কেন্দ্র গিরিচায়। অন্যদিকে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নানা আয়োজন করতে ভূল করেনি।