রাউজানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি’র মতবিনিময়

75

মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর গুলিতে শাহাদাত বরণ করা পুলিশ কনস্টেবল আব্দুল মান্নান বীর বিক্রমের কবর জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নিয়ে যেতে গত মঙ্গলবার রাউজানের উরকিরচর ইউনিয়নের আবুরখীল গ্রামে সমাধীস্থল পরিদর্শন ও এলাকাসীর সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন বিপিএম। উরকিচর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল জব্বার সোহেলের সভাপতিত্বে ও রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীমের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. বিকিরন প্রসাদ বড়য়া, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম রশিদুল হক (পিপিএম), এডিশনাল ডিআইজি মো. ইকবাল হোসেন (পিপিএম), টুরিস্ট পুলিশ সুপার আপেল মাহমুদ, হাটহাজারী সার্কেল মো. মাছুম, রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ্ আল হারুণ, পুলিশ পরিদর্শক মাছুদ ইবনে আনোয়ার, রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সাধন কুমার পালিত, নাজিম উদ্দিন চৌধুরী, এসএম হারুনুর রশীদ চৌধুরী, জিসু কুমার বড়ুয়া, বাধন চন্দ্র পালিত, মনোরঞ্জন বিশ্বাস, দিলীপ বড়ুয়া, ধনঞ্জয় বড়ুয়া, বিদ্যুৎ বড়ুয়া, চিত্র রঞ্জন বড়ুয়া,শহীদ আব্দুল মান্নান বীর বিক্রমের ভাতিজা আশরাফুল হক হিমেল, শহীদ আব্তুল মান্নান স্মৃতি সংরক্ষণ পরিষদের আহবায়ক এম.এস.কে মাহবুব আলম, উকরিকচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল বড়ুয়া, সাধারণ সম্পাদক শফিউল আলম, ত্রিদীপ বড়ুয়া তপু, রিপন বড়ুয়া, অসীম বড়ুয়া অপু, ইউপি সদস্য সৈয়্যদ মো. নাসির, মো. রফিকুল ইসলাম, মো. জানে আলম, মো. কাউছার আলম, মো. আবছার, মো. সেলিম, তাপষ বড়ুয়া, মাহবুব আলম, অজিত বড়ুয়া প্রমুখ।