রাউজানে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ হলেন জাহাঙ্গীর আলম

58

রাউজান উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ট কলেজ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কৃষিবিদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম। শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হযরত এয়াছিন শাহ পাবলিক কলেজের অধ্যক্ষ মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে সম্প্রতি শ্রেষ্ট অধ্যক্ষ নির্বাচিত করা হয়। তিনি সর্ব প্রথম ২০০২ সালের ২ জুলাই অত্র কলেজে প্রভাষক পদে যোগদান করেন। এরপর কলেজের দায়িত্বরত অধ্যক্ষ আলহাজ আব্দুল মোতালেবের মৃত্যুর পর ২৯ মে ২০০৭ সাল হতে ২৫ নভেম্বর ২০১৫ সাল পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব পালন করেন মুহাম্মদ জাহাঙ্গীর। পরবর্তী সরকারি বিধি মোতাবেক ২৬ নভেম্বর ২০১৫ হতে অধ্যক্ষ পদে নিয়োজিত হন তিনি। রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেসানুল হায়দর চৌধুরীর এ কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় ও সার্বিক তত্ববধানে পরিচালিত এ কলেজে জাহাঙ্গীর আলম অধ্যক্ষ হিসেবে সুনাম ও দক্ষতার সহিত তিনি কর্মরত আছেন। তিনি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালার মারছড়া মারাক্ষাঘোনা ঈমান তালুকদারের বাড়ীর মরহুম মাষ্টার জাকের আহম্মদ ও মোবাশ্বেরা বেগমের প্রথম পুত্র। তিনি কলেজ অধ্যক্ষ পদের পাশাপাশি সমাজ ও জনহিতকর কাজেও নিজেকে জড়িত রেখেছেন। বিশেষ করে তিনি নিজ গ্রাম এলাকার মারক্ষাঘোনা কেন্দ্রিয় জামে মসজিদ, মারাক্ষাঘোনা বাজার জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি ঢাকা খামারবাড়ী কৃষিবিদ ইনষ্টিটিউটেরর আজীবন সদস্য, চট্টগ্রাম জেলা কৃষি বিজ্ঞান সমিতির সভাপতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের কৃষি খামার অনুষ্ঠানের রিসোর্চ পারসন। এছাড়া তিনি এইচএসটিটিআই কুমিল্লা কোট বাড়ী অধ্যক্ষদের শিক্ষা প্রশাসন ব্যবস্থাপনার উপর সফল প্রশিক্ষন সফলভাবে সমাপ্ত করেন। তিনি ব্যক্তি জীবনে ২ কন্যা সন্তানের জনক। তার এ সফলতায় কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একেএম এহেসানুল হায়দর চৌধুরী বাবুল, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম অভিনন্দন জানিয়েছেন।