রাউজানে এক সপ্তাহে ৮ ঘরে দুর্বৃত্তদের আগুন

36

রাউজান সদর ইউনিয়নে সপ্তাহের ব্যবধানে মুক্তিযোদ্ধা কমান্ডারের বসতঘর- দোকানসহ আট বসতঘরে দুষ্কৃতকারীদের আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সর্বশেষ গতকাল শুক্রবার ভোরে পুড়ে গেছে বটতল রমজান আলী হাট বাজারের বাসিন্দা জাহাঙ্গীর আলম, জানে আলম ও মো. আলমগীরের বসতঘর। এতে ১৫ লক্ষ টাকার সম্পদ পুড়ে যায়।
জানা যায়, রাউজান সদর ইউনিয়নের বটতল রমজান আলী হাট বাজারের বাসিন্দা জাহাঙ্গীর আলম, জানে আলম ও মো. আলমগীরে ঘরে গতকাল শুক্রবার ভোরে দুষ্কৃতকারীরা দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগিয়ে দেয়। এতে ১৫ লক্ষ টাকা ক্ষতি হয়। তবে ঘটনার পর পর রাউজান ফায়ার সার্ভিসের লোকজন ও এলাকাবাসীর চেষ্টায় পার্শ¦বর্তী ঘরগুলো রক্ষা পায়। এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০ ব্যক্তিকে আসামি করে রাউজান থানায় মামলা রুজু করেন জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, গত ৩ নিসেম্বর রাতে এক মুক্তিযোদ্ধার বসতঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন দেয় দুষ্কৃতকারীরা। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখপূর্বক রাউজান থানায় মামলা করেন মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী। এর আগে ১ ডিসেম্বর রমজান আলী হাট বাজারে এ মুক্তিযোদ্ধার মালিকানাধীন দুই দোকানগৃহে আগুন দেয়া হয়। এসময় আবদুল মোনাফের ডেকোরেটার্সসহ তিন দোকানের প্রায় কোটি টাকার সম্পদ পুড়ে যায়। সর্বশেষ গতকাল ৬ ডিসেম্বর রমজান আলী হাট বাজারের জাহাঙ্গীর আলম, জানে আলম ও মো. আলমগীরের ঘরে আগুন দেয়ার ঘটনা ঘটে।
রাউজান থানার উপ উপপরিদর্শক সাইমুল ইসলাম বলেন, এক সপ্তাহের ব্যবধানে তিন অগ্নিকাÐের ঘটনায় রাউজান থানায় মামলা রুজু হয়েছে। এতে আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যহত রয়েছে।