রাউজানে আ.লীগের দলীয় কার্যালয় পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

62

স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, রাউজানে আওয়ামী লীগের দলীয় স্থায়ী কার্যালয় দেশের মধ্য দৃষ্টান্ত স্থাপন করবে। এখানে না হয়তো বুঝতে পারতাম না। এ ধরনের উদ্যোগে দলকে অনেক দুর এগিয়ে নিবে। তিনি গত বৃহস্পতিবার আওয়ামী লীগের রাউজান উপজেলা, পূর্ব গুজরা, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের স্থায়ী কার্যালয় পরিদর্শনকালে এ বলেন। এসময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগে ভারপ্রাপ্ত কামাল উদ্দিন আহমেদ, ইউএনও মো. শামীম হোসেন, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ প্রমুখ। এদিকে বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ভ‚পেশ বড়‚য়া, তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ মোজ্জাফর হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধা সুনীল চক্রবর্তী, সাধারণ সম্পাদক আরিফুল আলম চৌধুরী, প্রকাশ শীল, রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের অর্থ সম্পাদক আবু জাফর মোহাম্মদ রাশেদ, এসএম শফি, মো. জাহেদুল ইসলাম তাহেল, আজিজুল হক, উজ্জ্বল দেবনাথ, সম্রাট, এখলাস মেম্বার, আনোয়ার হোসেন মেম্বার, করিম মেম্বার, আব্দুল সেন্টু বড়‚য়া মেম্বার, উদয় দত্ত অর্ক মেম্বার, জামশেদুল ইসলাম বাচা, মো. ইয়াছিন, মো. আলমগীর, মো. দিদার, মো. সারাফত উল্লাহ, রবিউল ইসলাম রাজু, অঙ্কুর বড়‚য়া, রবিউল হোসেন রবিন, জসিম উদ্দিন অভি, জাকের তালুকদার, জয়নাল আবেদিন সাকিব, আব্দুর রউফ, মো. সাব্বির, আরশেদুল ইসলাম, জিয়াউল হক রাজু, ইমন প্রমুখ।