রাউজানের হলদিয়ায় ও আমিরহাটে শোহাদায়ে কারবালা মাহফিল

77


রাউজানের হলদিয়ায় দশদিন ব্যাপী আয়োজিত আহলে বায়তে রাসুল (দ.) শোহাদায়ে কারবালার স্মরণে নুরানী মাহফিল গত বৃহস্পতিবার মাগরিব থেকে পরিচালনা পরিষদের চেয়ারম্যান মাওলানা সৈয়্যদ মুহাম্মদ আলী আকবর তৈয়্যবীর সদারতে অনুষ্ঠিত হয়েছে। এতে মেহমানে আ’লা হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা-আত বাংলাদের মহাসচিব পীরে তরিক্বত আওলাদে রাসুল (দ.) আল্লামা সৈয়্যদ মসিহুদ্দৌলা শাহ। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলার চেয়ারম্যান আলহাজ একেএম এহেসানুল হায়দার চৌধুরী বাবুল। উদ্বোধক ছিলেন আমিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম বাবর সাহেব, হজরত আব্দুল কাদের জিলানী কল্যান ট্রাস্টের সভাপতি আলহাজ মোহাম্মদ মাহবুবুল আলম, জালাল আহমদ, ইউপি সদস্য মোহাম্মদ শামশুল আলম চৌধুরী, মো. তসলিম উদ্দিন, মো. মনসুর আলম ও মোহাম্মদ হাসান মুরাদ রাজু।
প্রধান বক্তা ছিলেন শান্তিরহাট আহমদিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ সরোয়ার আলম কাদেরী। ফটিকছড়ী কাদেরীয়া মাদ্রাসার আরবী লেকচারাল মাওলানা দিদারুল আলম কাদেরী, মহাসচিব মাওলানা মুহাম্মদ জিলহাজ উদ্দিন কাদেরীর পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন আলহাজ ফরিদ আহমদ ম্যানেজার, হজরত মাওলানা আনোয়ার নুর্রী, মাওলানা মো. ইউসুপ তৈয়বী, মাওলানা এসএম জুনায়েদ কাদেরী, মাওলানা দিদারুল আলম নুরী, মোহাম্মদ মাহবুবুল আলম, আহমদ উল্লাহ, নুর মোহাম্মদ সওদার, মো. জামাল উদ্দিন, মাস্টার ফরিদুল আলম, মাওলানা জাকের উল্লাহ, মাওলানা কাজিম রেজা হুসাইনী, মো. হাবিবুল হোসাইন সাকিব, মোহাম্মদ হাসান, মো. ইকবাল হোসেন, মাওলানা জাফর, মোহাম্মদ জালাল উদ্দিন, মো. আব্দুর রশিদ সিকদার, মাওলানা এয়ার মাহমদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী প্রত্যেক মুমিন মুসলমান নর-নারির নৈতিক ও ঈমানী দায়িত্ব মহান আল্লাহর প্রিয় বন্ধু হজরত রাসুলে করিম (দ.) এর নাতি দৌহিত্র হজরত ইমাম হাসান (রা.) ও ইমাম হোসাইন (রা.) সহ কারবালার ময়দানে শাহাদাত বরন কারি সকল আহলে বায়তে রাসুলের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক গভীর মুহাব্বত রাখা, তিনি বলেন নবীজির বংশধর আওলাদে রাসুল (দ.) দের প্রতি মুহাব্বত রাখাটায় হলো ইমান। তিনি আরো বলেন হজরত ইমাম হুসাইন (রা.) এর শিক্ষা হলো কোন অন্যায়ের নিকট মাথানত না করা, তাই মাহে মহররম কারবালার যুদ্ধের মাধ্যমে হক বাতিলের পরিচয় একেবারেই ক্লিয়ার হয়ে গেছে। মেহমানে আলা আওলাদে রাসুল (দ). আল্লামা মসিহুদ্দৌলা শাহ বলেন হক ও ইন্সাপের মাধ্যমে প্রত্যেক মানুষ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, এবং মহান আহলে বায়তের ত্যাগ ও কোরবানীর বিনিময়ে অর্জিত মদিনা ওয়ালা নবীজি প্রদত্ব ধর্ম ইসলামের মূল ধারা আহলে সুন্নাতের মতাদর্শ কে সম্মুখে রেখে এ দেশ থেকে ভÐ মুক্ত করার আহবান জানান।
আমিরহাট : রাউজানের আমিরহাটে ১০দিন ব্যাপি যিকিরে মোস্তফা (দ.) মাহফিলের ৬ষ্ঠ দিবস শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন। মাহফিলের নিয়মিত পরিচালক মুহাম্মদ সাজ্জাদের পরিচালনায় এতে নাতে রাসুল (দ.) পরিবেশন করেন ফটিকছড়ি মহিলা আলিম মাদ্রাসার আরবি মোদার্রীছ শায়েরে আহলে সুন্নাত মাওলানা আবদুল মাবুদ ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী শায়ের মাওলানা মিনহাজ উদ্দিন ভান্ডারী। উপস্থিত ছিলেন জালাল আহমেদ, জয়নাল, গাউছিয়া কমিটি হলদিয়া ইউনিয়নের সেক্রেটারি সাইফুল ইসলাম চৌধুরী, ইসলামী ছাত্রসেনা রাউজান উপজেলার সেক্রেটারি মোশারফ হোসেন, সংগঠক আমির হোসেন, শওকত হোসেন, মো. আলমগীর, ছাত্রলীগ নেতা মো. মেহরাব হোসেন শাকিল, রাউজান উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মো.আবদুর রহমান বাবু, মুহাম্মদ তৌহিদ, মুহাম্মদ জিকু, মুহাম্মদ ইউছুফ, মুহাম্মদ আলাউদ্দিন, মুহাম্মদ জমির, মুহাম্মদ জামশেদ, মুহাম্মদ মিনহাজ, মাওলানা ওমর ফারুক, নাজিম উদ্দিন ভান্ডারী, মাওলানা মোজাম্মেল হোসাইন, সচিব মুহাম্মদ জাবেদ, মাওলানা কুতুব উদ্দিন, রবিউল ইসলাম হাছান, মুহাম্মদ বোরহান উদ্দিন, এস এম কপিল উদ্দিন, মুহাম্মদ আলী, মুজিবুল বশর সাজ্জাদ, মোজাফ্ফর, আব্দুর রহমান, মাওলানা নঈমুল হক প্রমুখ।
মিলাদ কিয়াম পরিবেশন করেন শায়ের মাওলানা মিনহাজ ও আখেরী মোনাজাত পরিচালনা করেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন। সভাপতির বক্তব্য জিয়াউল হক চৌধুরী বলেন, হযরত ইমাম হোসেন (র.) কারবালার প্রান্তরের ত্যাগের সে শিক্ষা ধারন করলে সমাজ ও রাষ্ট্রে অশান্তি হানাহানি মোটেই হবেনা। তিনি বলেন, ইমাম হোসাইন (র.) এজিদের বিরুদ্ধে মাথানত না করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোন অন্যায় কাজকে আমরা হোসাইনি মুসলমানগন সমর্থন করবোনা করতে পারিনা। তিনি সকলকে প্রতিটি কাজে সর্বোচ্চ ত্যাগের আহবান জানিয়ে এজিদি মুসলমান সহ শিয়াদের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানান।