রাউজানের বিভিন্ন সুন্নিয়া মাদ্রাসায় মাইজভান্ডারী দর্শনের বই প্রদান

118

গাউছুল আজম হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আহম্মদ উল্লাহ্ মাইজভান্ডারী (ক.)’র ১১৪তম ওরশ শরীফ উপলক্ষে রাউজানের বিভিন্ন সুন্নি মাদ্রাসায় হক ভান্ডারী আন্তর্জাতিক মাবনকল্যাণ অনলাইন সংস্থার উদ্যোগে মাইজভান্ডারী দর্শনের বই প্রদান করা হয়। এসব বইয়ের মধ্যে রয়েছে ৩টি পবিত্র কোরআন, গাউছুল আজম মাইজভান্ডারীর জীবনী, সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর জীবনী, বেলায়াতে মোতলাকা, তোহ্ফাতুল আখইয়ার প্রথম খন্ড ও ২য় খন্ড,আলোকধারা, তাওল্লাদে গাউসিয়া ও ক্যালেন্ডার।
গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে রাউজানের বিভিন্ন সুন্নিয়া মাদ্রাসায় মাইজভান্ডারী দর্শনের বই প্রদান কর্মসূচী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হক ভান্ডারী আন্তর্জাতিক মাবন কল্যাণ অনলাইন সংস্থার সিনিয়র সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন,কাজী হেলাল উদ্দিন,জয়নাল আবেদীন, সাদিকুজ্জামান সফি,মাওলানা সাজ্জাদ হোসেন, আবু সৈয়দ, সরোয়ার সিকদার, মোহাম্মদ নুর উদ্দিন, মাওলানা শহিদুল ইসলাম, মো.তারেক প্রমুখ। এছাড়াও ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বিভিন্ন সুন্নিয়া মাদ্রাসায়ও এসব বই প্রদান করা হয়।