রাউজানের পুরাতন খাসখালী খাল খনন কাজ চলছে

66

রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের রাউজান ফকির হাটের পূর্ব পাশ থেকে ভরাট হয়ে যাওয়া পুরাতন খাসখালী খাল বর্ষার মৌসুমে পাহাড়ী ঢলের শ্রোতের পানি প্রবাহের বাধাঁ দুর করে জলবদ্ধতা নিরসনের জন্য ভরাট হওয়া খাল খনন কাজ চলছে। রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের রাউজান থানার পূর্ব পাশ থেকে পশু হাসপাতাল, দাশ পাড়া, পালিত পাড়া রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের শরীফ পাড়া, সুলতানপুর ছিটিয়া পাড়া এলাকায় খাসখালী খালের খনন কাজ করছে। জলবদ্ধতা নিরসনে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে রাউজান পৌরসভার ২য় প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান পৌরসভার কাউন্সিলর এডভোকেট দিলিপ কুমার চৌধুরীর ভরাট হয়ে যাওয়া পুরাতন খাসখালী খাল খনন করছে।
রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবদুল মন্নান সওদাগর বলেন, ভরাট হয়ে যাওয়া পুরাতন খাসখালী খালটি খনন করা হলে বর্ষার মৌসুমে রাউজান জলিল নগর বাস স্টেশন, সাপলঙ্গা, সাহানগর, ফকির হাট বাজার, পশু হাসপাতাল, দাশপাড়া, পালিত পাড়া, শরীফ পাড়া, ছিটিয়া পাড়া এলাকা জলবদ্ধতা থেকে রক্ষা পাবে। এলাকার হাজার হাজার মানুষের দুভোর্গ লাঘব হবে। পুরাতন খাসখালী খাল খনন করার হলে এলাকার ব্যবসা প্রতিষ্টান, ফসলী জমি, জনগনের চলাচলের সড়ক বর্ষার মৌসুমে পানিতে ডুবে থাকা থেকে রক্ষা পাবে বলে দাশ পাড়া এলাকার বাসিন্ধা বিকাশ দাশ জানান।