রাউজানের চিকদাইর ইউনিয়ন পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান

40

রাউজানের কৃতি সন্তান ওমানস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি ও চিকদাইরের গর্বিত সন্তান মুহাম্মদ ইয়াছিন চৌধুরী ৫ম বারের মত সিআইপি অর্জন করায় গত মঙ্গলবার গণসংবর্ধনা দিয়েছে রাউজানের চিকদাইরের জনগন। চিকদাইর ইউনিয়ন পরিষদ, চিকদাইর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনেরর উদ্যোগে আয়োজিত এ গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রিয়তোষ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা। প্রধান আলোচক ছিলেন রাউজান থানার ওসি মো.আবদুল্লাহ আল হারুন। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ট প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ওসি শাখাওয়াত হোসেন, আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিন, ইউনিয়ন পরিষদের সচিব মফিজুর রহমান, উপস্থিত ছিলেন সমাজ সেবক দিদারুল আলম, বেদারুল আলম, মো. ইব্রাহিম ও রাহাত চৌধুরী।
উপজেলা যুবলীগের সহ-সম্পাদক জাহেদুল আলমের পরিচালনায় এত অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মো. লোকমান, সহ-সম্পাদক সাইদুর রহমান, জানে আলম মিনহাজ, কামরুল হাসান বারেক, সাইদুল আলম মনছুর, প্রবাসি মো.হাসান, যুবলীগ নেতা মো.সাহেদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো.মাসুদ রানা, ইউনিয়ন যুবলীগের অর্থ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক রাশেদুল আলম রনি, ক্রীড়া সম্পাদক মঈন উদ্দিন, মো. দেলোয়ার, মো. বের, ছাত্রনেতা মো. নাছির, জয় দেব দাশ, রাহুল, আশরাফ হোসেন, টিংকু, মো. আবছার, মো. জাবেদ, মো. তারেক, আবদুল্লাহ আল নোমান, নোমান বিন আজিজি, জসিম উদ্দিন, নয়ন দে, নুরুল মোস্তাফা, মো. আনোয়ার, মো. হায়দার, জানে আলম, মো. ইলিয়াছ, হানিফ মেম্বার, প্রদীপ দাশ, মো.শাহজাহান, শাকী আকতার, মো.আনোয়ার, পারভীন আকতার, সেনোয়ারা বেগম। এতে সংবর্ধিত অতিথি এয়াছিন চৌধুরীকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় তিনি বলেন, বিজয়ের মাসে চিকদাইর ইউনিয়ন বাসির এ সম্মান আজীবন স্মরণ রাখব।