রহমতে আলম হজ কাফেলার প্রশিক্ষণ কর্মশালা

63

রহমতে আলম হজ্ব কাফেলার হাজী সাহেবানদের প্রশিক্ষণ কর্মশালা ও পরিচিতি সভা গত ১৫ জুলাই সোমবার সদরঘাট কালীবাড়িস্থ দ্যা প্লেটার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন কাফেলার সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মাওলানা মুহাম্মদ নুরুল আবছার। হজ্বের বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা ও মাসয়ালা মাসায়েল বয়ান করেন রাঙ্গামাটি কেন্দ্রীয় বনরূপা জামে মসজিদের খতিব হযরতুলহাজ্ব আল্লামা ইকবাল হোসাইন আলকাদেরী, অধ্যক্ষ মাওলানা ওমর ফারুক জব্বারী, আলহাজ্ব মাওলানা মোস্তফা মনির উদ্দিন, আলহাজ্ব মাওলানা আব্দুল খালেক মাওলানা মোহাম্মদ নুর হোসাইন জালালী, আলহাজ্ব মাওলানা শায়ের এনামুল হক। সভায় আলেমেদ্বীনগণ বলেন সমস্ত মোহমায়া ত্যাগ করে পরম করুণাময়ের নৈকট্য লাভের আশায় যারা নিজেকে পুরোপুরি আল্লাহর নিকট সোর্পদ করতে পেরেছে তারাই হজ্বে পূর্ণ লাভ নিয়ে ঘরে ফিরতে পেরেছে। হজ্বে অত্যন্ত ধের্য্য, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং শারীরিক ও মানসিক একাগ্রতার মাধ্যমে হজ্বের এবাদত সম্পূর্ণ করতে হবে। হাজীগণ হজ্বরত পালনের মাধ্যমে আল্লাহপাকের নির্ধারিত একটি ফরজ এবাদত সম্পন্ন করেন, অন্যদিকে হজ্বের সফরে আচার, আচরণের মধ্যে দিনে নিজ দেশের সামাজিক উৎকর্ষতাকে তুলে ধরতে পারেন। কোন অবস্থাতেই এবাদতের মগ্ন পরিবেশ যাতে ক্ষুর্ণ না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। সফরের মূলশিক্ষা আপনি পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিবেন পরিবেশ কে নিজের অনুকুলে আনতে গিয়ে এবাদতের বিঘœ ঘটাবেন না। হজ্বের সকল করণীয় পরিপূর্ণ আদায় করাই হবে প্রতিটি হাজীর মূল লক্ষ্য। কর্মশালায় কাফেলার সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক (এম.ডি) আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মুছা বলেন হজ্ব মানুষের জীবনে একবার ফরজ। মনে রাখতে হবে বাংলাদেশ থেকে সাড়ে ছয় হাজার মাইল দূরত্বে গিয়ে ভিন্নতর আবহাওয়া ও সামাজিক পরিবেশে হজ্বের কাজ সমাধান করতে হবে। হজ্বে এমন কোন কাজ কে প্রাধান্য দেওয়া যাবেনা যেটা হজ্বের মূল এবাদত সমূহকে ব্যাহত করে। আরব দেশের আইন কানুন, সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ কে সম্মান করতে হবে। পরিশেষে সকল এয়ারলাইন্সকে হাজী পরিবহনের সুযোগ দিয়ে হজ্বব্যয় কমানোর জন্য সরকারের প্রতি আহবান জানান। কর্মশালায় উপস্থিত ছিলেন- হাফেজ মাওলানা মাহবুবুল আলম, মাওলানা ওসমান গণী, হাফেজ মাওলানা হামেদ হাসান, মোহাম্মদ মুশফিক উদ্দিন রায়হান, আলহাজ্ব হাফেজ মাওলানা নুরুল আলম, মুহাম্মদ মাকসুদ আলী মেম্বার, আলহাজ্ব শাহ আলম মেম্বার প্রমুখ। বিজ্ঞপ্তি