রশিদ নগরে সওজের জমির উপর স্থাপনা নির্মাণের অভিযোগ

81

রামু উপজেলার রশিদ নগর এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। সরকারি জমি দখল করে ঘর নির্মাণের বিরুদ্ধে স্থানীয়রা বিভিন্ন দপ্তরে মৌখিক অভিযোগ করেও কোনো সুফল পাচ্ছেন না। ফলে দখলদারিত্বের কাছে অসহায় হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সরেজমিন গিয়ে এমন দখলদারিত্বের চিত্র দেখা গেছে। স্থানীয়রা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মামুন মিয়া বাজার উত্তরে পানির ছড়া ফরেস্ট অফিসের রাস্তার মাথা নামক স্থানের পূর্ব পাশে সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে জনৈক ব্যক্তি ঘর নির্মাণ করে আসছে। পানির ছড়া মুরা পাড়া এলাকার মাহমুদুল হক নামের এক ব্যক্তি সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে নির্মাণ কাজ শুরু করে। অভিযুক্ত দখলদার ব্যক্তি প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খোলার সাহস করে না। এ ব্যাপারে মাহমুদুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জায়গাটি তার চাচা থেকে ক্রয় করেছেন, সওজের জমির উপর বাড়ি নির্মাণের অভিযোগ সত্য নয় দাবী করে তিনি আশেপাশে অনেকেই সওজের জমির উপর স্থাপনা নির্মাণ করেছে বলে জানান। জমি ক্রয়ের কাগজ পত্র আছে কি না জানতে চাইলে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসার কথা বলে ১ দিন যাবত আসেননি। এ বিষয়ে কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগ (সওজের) এক কর্মকর্তা বলেন, বিষয়টি নজরে ছিলনা। আমরা ঘটনাস্থল পরিদর্শন করব, সওজের জমির উপর অবৈধ স্থাপনা নির্মাণ করা হলে উচ্ছেদ করে দেয়া হবে বলে জানান তিনি। ঈদগাঁহ প্রতিনিধি