রমজান উপলক্ষে রাঙামাটি রেঁস্তোরা সমিতির সভা

50

মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে রাঙামাটি খাবার হোটেল রেস্তোঁরা মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে শহরের বনরুপাস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. নেকবর আলীর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন অত্র মালিক সমিতির সভাপতি মো.শামীম খান। এসময় উপস্থিত ছিলেন, হোটেল রেস্তোরা মালিক সমিতির সহ সভাপতি মো. রমজান আলী, অর্থ-সম্পাদক উত্তম কুমার দাশ,সদস্য মো.নাজিম উদ্দিন, মো. নাছির উদ্দিন, সজল ঘোষ, মো. ইলিয়াছ ও কৃঞ্চ ঘোষ প্রমুখ।
বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানের সম্মানার্থে নিরাপদ খাবার পরিবেশন নিশ্চিত করণসহ ন্যায্য মূল্যে খাদ্যপণ্য বিক্রি এবং সুষ্ঠু সুন্দরভাবে খাবার পরিবেশন করা হবে।রেকউ যাতে অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রি না করে সে দিকে নজর রাখবে এই সমিতি। ক্রেতাদের সুবিধার্থে পবিত্র রমজান মাসে সমিতির পক্ষ হতে নিজস্ব একটি মনিটরিং সেল গঠন করে তার মাধ্যমে হোটেল রেস্তোরা মনিটরিং করা হবে। পবিত্র রমজান মাসে নিরাপদ খাবার পরিবেশন না করলে ও যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে তাদের বিরুদ্ধে সমিতির পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তারা জানান।