রমজান আলী মামুন সুসাহিত্যিক হিসেবে বেঁচে থাকবেন

70

বিনোদনের রঙ পরিবারের উদ্যোগে সদ্য প্রয়াত বিশিষ্ট ছড়াকার ও শিশু সাহিত্যিক রমজান আলী মামুনের শোকসভা গত ২৯ সেপ্টেম্বর বিকেল ৫টায় পত্রিকার প্রধান সম্পাদক আলী আহমদ শাহীনের সভাপতিত্বে চট্টগ্রাম একাডেমীর ফয়েজ নুর নাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে অতিথি আলোচক হিসেবে স্মৃতিচারণ করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি ও সাংবাদিক নাজিম উদ্দীন শ্যামল, মাসিক আন্দরকিল্লার সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ নুরুল আবছার, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সহকারী সম্পাদক কবি কামরুল হাসান বাদল, শিশুসাহিত্যিক এমরান চৌধুরী, মাসিক কথন সম্পাদক ছড়াকার ফারুক হাসান কবি সাইদুল আরেফিন। বিনোদন রঙ পত্রিকার সম্পাদক নাছির হোসেন জীবনের পরিচালনায় এতে আরো স্মৃতিচারণ করেন ছড়াকার উৎপল কান্তি বড়ুয়া, ছড়াকার মিজানুর রহমান শামীম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মোঃ সিরাজুল হক বাদশা, কবি করুণা আচার্য্য, ডাঃ ডি.কে. ঘোষ, স.ম.জিয়াউর রহমান, জোনায়েদ আহমদ চৌধুরী, সেলিম তালুকদার আকাশ, তানিসা তালুকদার, হানিফুল ইসলাম, আসিফ ইকবাল, তাপস চৌধুরী, হৃদয় হাসান বাবু, মডেল তারেক খান, ইমরান সোহেল প্রমুখ। সভায় কবি নাজিম উদ্দীন শ্যামল বলেন রমজান আলী মামুন একজন সুসাহিত্যিক ও সুন্দর মনের মানুষ হিসেবে আমাদের মাঝে তাঁর সাহিত্য প্রতিভার জন্য দীর্ঘদিন বেঁচে থাকবেন। একজন নিরহংকারী ও প্রতিভাধর শিশুসাহিত্যিক হিসেবে রমজান আলী মামুন বাংলাদেশের সাহিত্য জগতে প্রেরণাযোগ্য নাম। তিনি বলেন শুদ্ধ ও মননশীল সাহিত্যকর্মী হিসেবে রমজান আলী মামুনের সাহিত্য কর্ম আমাদেরকে প্রেরণা যোগাবে। কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল বলেন শিশুসাহিত্যিক রমজান আলী মামুন আমাদের একজন অতি আপনজন ও বন্ধু ছিলেন। যার মধ্যে কোন রকম অহংকার কিংবা হিংসা বিদ্ধেষ কখনো আমি বিরাজ করতে দেখেনি। তিনি বলেন রমজান আলী মামুনের মত শিশু সাহিত্যিকের অভাব কখনও পূর্ণ হবার নয়। তিনি রমজান আলী মামুনের অসমাপ্ত কাজ বিশেষ করে সাহিত্য চর্চাকে বেগবান করার আহব্বান জানান। তিনি বলেন লেখকদের কল্যাণে আমাদেরকে লেখক কল্যাণ ফান্ড গঠন করা সময়ের জোরালো দাবি। সভার শুরুতে প্রয়াত রমজান আলী মামুনের আত্মার মাগফেরাত কামনা করা হয়। বিজ্ঞপ্তি