রমজানে পণ্যের মূল্য সহনশীল রাখার আহব্বান

23

চাকতাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির মাসিক সভা সংগঠনের সভাপতি সোলায়মান বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এহসান উল্লাহ জাহেদীর সঞ্চালনায় সমিতির কার্যালয়ে গত ৯ এপ্রিল অনুষ্ঠিত হয়। সভায় রমজান উপলক্ষে ভোগ্যপণ্যের মূল্য নির্ধারণে অল্প লাভে ভোক্তাদের ক্রয় ক্ষমতায় রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহব্বান জানানো হয়। তাছাড়া ভোগ্যপণ্য পরিবহনে অযাচিত প্রতিবন্ধকতা দূর করার জন্য প্রশাসনের প্রতি আহব্বান ও বারৈয়ারহাট ওজন স্কেল প্রত্যাহার করে পণ্য পরিবহনে অতিরিক্ত খরচ কমানোর পথ তৈরীতে জেলা প্রশাসন ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ীরা। আসন্ন বর্ষা নিয়ে ব্যবসায়ীরা আশংকা প্রকাশ করে বলেন, চাকতাই খালের ময়লা আর্বজনা পরিষ্কারে কর্তৃপক্ষ কোন দায়িত্ব পালন না করায় ব্যবসায়ীরা হতাশ। সভায় উপস্থিত ছিলেন হাজী সাহাবুদ্দিন, আলহাজ মহিউদ্দিন, সজল মুহুরী প্রমুখ। বিজ্ঞপ্তি