রমজানের ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল

107

বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, অনেক আন্দোলন-সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষায় জনগণের সাথে পেশাজীবীদেরও অতন্দ্র প্রহরী হিসাবে ভূমিকা পালন করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অর্থনৈতিক মুক্তির যুদ্ধ শুরু হয়েছে। এই অর্থনৈতিক মুক্তির যুদ্ধে পেশাজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শনিবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম বিভাগ, জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংগঠনের বিভাগীয় যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু জাতীয় সাহিত্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. সাদাত উল্ল্যাহ খান, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ড. আবু জাফর চৌধুরী, দৈনিক সমকালের সাংবাদিক সুজিত কুমার দাশ। সংগঠনের যুগ্ম আহবায়ক আফসারুল হকের সঞ্চালনায় সংগঠনের বিভাগীয় সভাপতি অ্যাডভোকেট বি.কে বিশ্বাস বিপ্লব শুভেচ্ছা বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিভাগীয় সদস্য সচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, যুগ্ম সদস্য সচিব মাহমুদুল করিম, জেলার আহবায়ক অ্যাডভোকেট কামাল উদ্দিন, মহানগর আহবায়ক ডা. সৈয়দ সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক অধ্যাপক প্রদীপ রায়, ডা. রেজাউল ইসলাম, কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন, সেলিম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট রোকসানা আক্তার, কর আইনজীবী মামুনুর রশিদ মামুন, অ্যাডভোকেট সৈকত দাশগুপ্ত, অ্যাডভোকেট কানুরাম শর্মা, রজত সাহা রনি, এম. নুরুল হুদা চৌধুরী প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আনসারুল্লাহ চৌধুরী।

বোয়ালখালী : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বোয়ালখালীকে উন্নয়নের রোল মডেলে পরিণত চাই। তিনি বলেন, এ সরকারের আমলে পার্শ্ববর্তি উপজেলাগুলোতে যে উন্নয়ন হয়েছে, সে উন্নয়ন আমরা দেখাতে পারিনি। এখন আমাদের অঙ্গিকার হতে হবে উপজেলা পরিষদের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে উন্নয়নে কাজ করার।
রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এসময় সরকারি দপ্তরগুলোতে যেন কোন মানুষ সেবা বঞ্চিত না হন, সেদিকে লক্ষ্য রাখার জন্য দপ্তরের প্রধানদের আহবান জানান মোছলেম উদ্দিন আহমদ।
উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে এ মাহফিলে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) একরামুল ছিদ্দিক। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম।
উপজেলা প্রজীপ কর্মকর্তা মাহমুদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস.এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামিম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, হারুন মিয়া, দক্ষিণজেলা আ.লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন মো. এমরান, থানা অফিসার ইনচার্জ মো.সাইরুল ইসলাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এসএম জহিরুল আলম জাহাঙ্গীর, পৌর আ.লীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুর, চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রভাষক ডা. সীমান্ত ওয়াদ্দার, দক্ষিণ জেলা আ.লীগ নেতা রেজাউল করিম বাবুল, দৈনিক পূর্বকোণ এর স্টাফ রিপোর্টার মুহাম্মদ নাজিম উদ্দীন, বোয়ালখালী প্রেসক্লাবের সহ-সভাপতি রাজু দে, সাংবাদিক দেবাশীষ বড়–য়া রাজু, ছাদেকুর রহমান সবুজ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ, জাসদ সভাপতি মনির উদ্দীন আহমদ খান, বিএনপি নেতা কামাল উদ্দীন আহমদ খান মুকুল, উপজেলা শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা এস.এম জিন্নাত সুলতানা, সমবায় কর্মকর্তা রাসেল চৌধুরী, পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল ম্যানেজার রফিকুল আজাদ, উপজেলা সহকারি প্রকৌশলী ফারুক হোসেন, চেয়ারম্যান কাজল দে, অধ্যক্ষ শোয়াইব রেজা। মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা নুর মোহাম্মদ(ম.)।

রাউজান : রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা গতকাল রবিবার ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান। প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। উদ্বোধক ছিলেন পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস ছালামের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও ইউপি প্যানেল চেয়ারম্যান আবদুল মালেক।

বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট দীপক দত্ত, ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, আওয়ামী লীগ নেতা এম.এস আজম খান, আহসান হাবিব চৌধুরী, অংশুমান বড়–য়া, ইমতিয়াজ আহমেদ, জগদীষ বড়–য়া, আবদুল্লাহ আল মাসুদ, আনোয়ার হোসেন, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম লিটন, টনি বড়–য়া, মো. রোবেল। এসময় বক্তারা বলেন, মুনিরীয়া তরিকতের নামে রাউজানে যে অরাজকতা সৃষ্টির পাঁয়তার করছে তা চিরতরে বন্ধ করা হবে। রাউজানের মাটিতে কোন অবস্থাতেই আর করতে দেওয়া হবে না।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িস্থ ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। রোববার ব্যাটালিয়ন সদরের কনফারেন্স হলে আয়োজিত ওই ইফতার মাহফিলে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ বিজিবির পদস্থ কর্মকর্তা-কর্মচারীগণ অংশ নেন।


ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবি রামু সেক্টরের কমান্ডার কর্নেল মঞ্জুরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আসাদুজ্জামান, রামু সেক্টর জিএস টু মেজর সিরাজুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির ক্যাপ্টেন মসিউর রহমান লিমন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রমুখ।
ইফতার পূর্ব দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ১১বিজিবি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ ছিদ্দিকুর রহমান।

রাঙামাটি ‘স্বপ্নবুনন’ : ক্ষুধা রেখে স্হারী নয়, স্হারী হোক তৃপ্তিময়, এই শ্লোগানে পহেলা রমজান দুয়ারে দুয়ারে গিয়ে ১ম পর্বে স্হারী ও একমাসের বাজার সামগ্রী দুস্থদের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় স্বেচ্ছাসেবী ও সামাজিক সচেতনতামূলক সংগঠন “স্বপ্নবুনন” এর রমজান মাসব্যাপি বিতরণ প্রোগ্রাম। এরপর ২য় পর্বে রাঙামটি পার্বত্য জেলার, সদর উপজেলা সহ কাউখালী, বরকল ও বিলাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ করে সংগঠনটি। এর পর শুরু হয় তাদের নান্দনিক ৩য় পর্ব কাঁচা বাজার ও মাংস বিতরণ ।


মাসব্যাপি এসব প্রজেক্টসমূহ পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নূর তালুকদার মুন্না। এসকল প্রজেক্টের কো-অর্ডিনেটরের দায়িত্বে ছিলেন সংগঠনটির প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আলা উদ্দিন ও নাজিমুল ইসলাম সেতু। এছাড়া নাহিম উদ্দিন আশিক,আলী আশ্রাফ আতিক, হাফেজ ইমাম হোসাইন কুতুবী, এইচ এম আসিফ তালুকদার, রবিউল ও জাকারিয়া পলাশ এতে অংশ নেন।কাউখালি উপজেলায় বিতরণের দায়িত্বে ছিলেন এনাম আহাম্মেদ খান, শাহরিয়ার ইমন রাসেল, আাকিব জাবেদ ও মেহেদী হাসান। বরকল উপজেলায় ছিলেন রাজিব হোসেন। বিলাইছড়ি উপজেলায় ছিলেন মেহেদী হাসান।
প্রজেক্ট পরিচালক বলেন, সমাজের সকল ধনবান ব্যক্তিরা এগিয়ে আসলে ভবিষ্যতে এমন প্রজেক্ট আরো বৃহৎ আকার পাবে।

তকিরহাট অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ) ইসলামী কমপ্লেক্স : ফটিকছড়ি মোহাম্মদ তকিরহাটস্থ অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ) ইসলামী কমপ্লেক্সের উদ্যোগে বদর দিবসের তাৎপর্য ও শিক্ষা বিষয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল ২৪ মে কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দবাড়ি দরবার শরীফের সাজ্জাদানশিন পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ)। এতে প্রধান অতিথি ছিলেন দরবারের নায়েবে সাজ্জাদানশিন পীরজাদা মাওলানা সৈয়দ তাওছিফুল হুদা। আলোচক ছিলেন উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন আলকাদেরী। বিশেষ আলোচক ছিলেন মাওলানা মুহাম্মদ বেলাল, মুহাম্মদ মফিজ, আবু আহমদ সওদাগর, মুহাম্মদ সেলিম, মুহাম্মদ সরওয়ার আলম, একেএম বখতিয়ার, মুহাম্মদ নুরুল হাকিম, মুহাম্মদ কাদের সওদাগর, মুহাম্মদ শাহজালাল, এসএম জাহাঙ্গির আলম, ফজলুল বারী মেম্বার, দিদারুল আলম মুন্না, মুহাম্মদ কুতুব উদ্দিন, মুহাম্মদ নূরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় মুনাজাত পরিচালনা করেন পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা।