রবীন্দ্র-নজরুল স্মৃতি মেধা বৃত্তির পুরস্কার বিতরণী

127

মেধা ও মননশীলতার সাথে চিত্ত বিনোদনের সম্পর্ক অটুট। মানুষের চিন্তা মননশীল চিন্তা চেতনার মোড় যদি সৃজনশীল প্রতিভার সাথে সংযোগ সূত্র স্থাপন করেন তবেই জীবনের আশা আকাক্সক্ষা হয় সুন্দর, সুবিমল। সংগীত, নাটক মানুষ জীবন যাত্রারই কথা বলে, একঘেয়েমিপনা ও যান্ত্রিকতা জীবন হতাশায় চোরা বালিতে স্তব্ধ হয়ে যেতে পারে, সুস্থ বিনোদনহীন কর্মব্যস্ত জীবন যেন সুস্থ বিনোদনহীন কর্মব্যস্ত জীবন যেন সুস্থ মানব বোধের পরিচয় বহন করে না, তাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে সৃজনে মননে মেধায় আত্মমানবতায় আমাদের কথা বলে বাঙালির সৃষ্টি, সংস্কৃতি, সভ্যতা ও ঐতিহ্যেও ধারক বাহক, ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালি সংস্কৃতিকে টিকিয়ে রাখার লক্ষ্যে গঠিত নগরীর “রবীন্দ্র-নজরুল স্মৃতি মেধা বৃত্তি পরিষদের” পুরস্কার বিতরণ, শিক্ষাবৃত্তি প্রদান, নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান গত ২৫ জানুয়ারি চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, নৃত্য ও সঙ্গীতানুষ্ঠানে পরিবেশিত হয়। লায়ন ডা.বিধান মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালক অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তী। উদ্বোধক ছিলেন সিএমপির উত্তর জোনের উপ পুলিশ কমিশনার বিজয় কুমার বসাক। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন। আলোচক ছিলেন সরকারি চারুকলা কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত। বিশেষ অতিথি ছিলেন পটিয়া দক্ষিণ ভূর্ষি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, মহিলা কাউন্সিলর নিলু নাগ, বাংলাদেশ দোকান মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি হাজী মোহাম্মদ সাহাব উদ্দিন, এড. তপন কান্তি দাশ, চক্ষু বিশেষজ্ঞ ডা: কথক দাশ, শিক্ষানুরাগী ডা.অঞ্জন দাশ ও পলাশ কান্তি নাথ রনি। আবৃত্তি শিল্পী হৈমন্তী শুক্লা মল্লিক ও সেজুঁতি দে যৌথ সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্মৃতি মেধা বৃত্তির সমন্বয়ক অধ্যাপক শিপুল দে, প্রকৌশলী সুভাষ গুহ, শ্যামল বৈদ্য সবুজ, টিপু কুমার দেব, অধ্যাপক মনোজ দেব, আশীষ দে মনি, ডা.দেবাশিষ মজুমদার, সুজন দাশ, মৃনাল কান্তি দাশ, তারানাথ চক্রবর্তী, রুপক শীল, মৃনাল দাশ রাখাল, সন্তোষ ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে ১১০ জন মেধাবীকে মেধাবৃত্তি এবং ১০ জন গরীব শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। খবর বিজ্ঞপ্তির