রবীন্দ্র-নজরুল সাহিত্যচর্চা আরও বেশী প্রয়োজন

64

নতুন প্রজন্মের কাছে রবীন্দ্র-নজরুল সাহিত্য কর্মকে পৌঁছে দিতে আরো বেশী এই দুই মনিষির সাহিত্য কর্ম নিয়ে চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরে, কথা সাহিত্যিক বাদল সৈয়দ বলেন, এক সময় রবীন্দ্র নজরুলের জন্ম ও প্রয়ান দিবসের অনুষ্ঠানে পিতা মাতা সন্তানদেরকে নিয়ে যেতেন। রবীন্দ্র-নজরুল সম্পর্কে জানতে উৎসাহ প্রদান করতেন। বর্তমান সময়ে পিতামাতা সন্তানদেরকে শিল্প সাহিত্য চর্চায় তেমন একটা উৎসাহ প্রদান করেন না, তাই নতুন প্রজন্ম শিল্প সাহিত্য চর্চায় তেমন এগিয়ে আসছে না। তিনি নতুন প্রজন্মকে আরো বেশী শিল্প, সাহিত্য চর্চা ও গবেষণায় এগিয়ে আসার আহŸান জানান। গত ৩০ আগস্ট বিকাল ৫টায় এ.কে খান মিলনায়তনে সামাজিক সাংস্কৃতিক সংগঠন বর্ণমালার হাট এর আয়োজেন রবীন্দ্র-নজরুল প্রয়াণ দিবসের আলোচনা সভায় প্রখ্যাত কথা সাহিত্যিক বাদল সৈয়দ উপরোক্ত বক্তব্য রাখেন। সংগঠনের সভাপতি কর আইনজীবী সঞ্জয় আচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কর আইনজীবী বিজয় ভট্টচার্যের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরো বক্তব্য রাখেন, কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. ওমর ফারুক, সাবেক যুগ্ম সম্পাদক এহেতেশামুল আলম চৌধুরী পাপ্পু, মোহাম্মদ হেফাজত ইসলাম চৌধুরী, এড. মাহবুবুল আলম, জাবেদ আহমেদ, মো: সালাহ উদ্দিন, চৌধুরী খালিদ বিন সরোয়ার ও সঞ্জীবন চন্দ্র সরকার । স্বাগত বক্তব্য রাখেন কর আইনজীবী রিংকু দত্ত। আলোচনা সভার শুরুতে ছোটদের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন অস্মীতা আচার্য্য, তৃণা আচার্য্য, তৃষা আচার্য্য, শান্তা পাল। কবিতা আবৃত্তি করেন, অর্ণা চৌধুরী, সায়মা ইসলাম অরিন। আলোচনা সভা শেষে সংগীতানুষ্ঠানে রবীন্দ্র-নজরুলের গান পরিবেশন করেন এড. শুভাগত চৌধুরী, এড. অসীম শর্মা, শ্যামলী পাল, কমলগন্ধা দত্ত, সীমা পাল, নন্দিনী রায়, মসিউল আনোয়ার খান, এড. অর্পিতা দাশ, শীলা চৌধুরী, ডা. রুপা দত্ত ও সুমিত্রা বিশ্বাস। বিজ্ঞপ্তি